Home বিনোদন সন্তানদের প্রচারবিমুখ রাখতে বিরাট-অনুষ্কার কঠোর সিদ্ধান্ত

সন্তানদের প্রচারবিমুখ রাখতে বিরাট-অনুষ্কার কঠোর সিদ্ধান্ত

বিরাট-অনুষ্কা।

বিনোদন ডেস্ক: বলিউড তারকা অনুষ্কা শর্মা এবং ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি তাঁদের সন্তানদের আজও প্রকাশ্যে আনেননি। চার বছরের ভামিকা ও দেড় বছরের অকায়, এই দুই খুদেকে ঘিরে উৎসুক ভক্তদের কৌতূহল সীমাহীন হলেও, তাঁদেরকে ক্যামেরার সামনে আনতে একেবারেই নারাজ এই তারকা দম্পতি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেন অনুষ্কা। বলেন, “আমরা চাই না, প্রচারের আলোয় আমাদের সন্তানরা বড় হোক। সোশাল মিডিয়াতেও তাদের আনতে চাই না। এই সিদ্ধান্তটা ওরা বড় হয়ে নিজেরা নিক।”

দুজনেই দেশের সবচেয়ে চর্চিত মুখ। ফলে তাঁদের জীবন সর্বদা নজরে থাকে, কী করছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন—সবটাই যেন পাপারাৎজিদের ক্যামেরার সামনে। কিন্তু সন্তানদের এই প্রচার-আলো থেকে দূরে রাখতে সচেষ্ট ‘বিরুষ্কা’।

অনুষ্কার ভাষায়, “আমাদের ছোটবেলার অভিজ্ঞতা, মূল্যবোধ, ভালোবাসা, সবকিছু থেকেই আমরা সন্তানদের শেখাতে চাই। চাই না ওরা কুশিক্ষা পাক, বড় হয়ে পথভ্রষ্ট হোক। বাবার কাজ আর মায়ের কাজ বলে কিছু হয় না, এটা পরিবারের কাজ। কাজ ভাগ করে নিয়েই আমরা সন্তানদের বড় করছি।”

তিনি আরও জানান, “বিরাটের পেশায় সারা বছর ব্যস্ততা। সেখান থেকে পরিবারকে সময় দেওয়া কঠিন। তবু ওর চেষ্টা থাকে, যতটা সম্ভব সন্তানের সঙ্গে সময় কাটানোর।”

অনেকেই মনে করছেন, সম্প্রতি বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পেছনেও রয়েছে পারিবারিক দায়বদ্ধতা। অনুষ্কার বক্তব্য যেন সেই ইঙ্গিতই আরও জোরালো করে তোলে।

এই তারকা দম্পতির সন্তানদের এখনও ক্যামেরার সামনে না আনার কৌশল, আজকের শোবিজ জগতে বিরল হলেও, এক নতুন সামাজিক বার্তা দিচ্ছে। যেখানে অধিকাংশ তারকা সন্তানদের জন্ম মুহূর্ত থেকেই মিডিয়া ও সামাজিক মাধ্যমে পরিচিত করে তুলছেন, সেখানে বিরাট-অনুষ্কার সিদ্ধান্ত সাহসী এবং ব্যতিক্রমী বলেই মনে করছেন অনেকে।

👉 আপনি কী মনে করেন, সন্তানদের প্রচারবিমুখ রাখার সিদ্ধান্ত কতটা সঠিক? আপনার মতামত জানান মন্তব্যে!
📲 আরও এমন প্রতিবেদন পেতে চোখ রাখুন বিজনেসটুডে২৪.কম-এ।
📤 প্রতিবেদনটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, জানুন তাঁরাও কী ভাবছেন!