Home বিনোদন আইলিশের রেকর্ড জয়: আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে সাত পুরস্কার

আইলিশের রেকর্ড জয়: আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে সাত পুরস্কার

বিলি আইলিশ। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক:

মাত্র ১৩ বছর বয়সে ঘরের ছোট্ট শয়নকক্ষে বড় ভাই ফিনিয়েসের সঙ্গে ‘ওশেন আইজ’ গানটি রেকর্ড করে সংগীতজগতে যাত্রা শুরু করেছিলেন বিলি আইলিশ। সেই গানই সাউন্ডক্লাউডে ভাইরাল হয়ে রাতারাতি তাকে পরিচিত করে তোলে বিশ্বজুড়ে। সময়ের সঙ্গে সঙ্গে এই মার্কিন তরুণী হয়ে উঠেছেন বিশ্বসংগীতের অন্যতম আলোচিত মুখ। মাত্র এক দশকে পেয়েছেন গ্র্যামি সহ বহু আন্তর্জাতিক সম্মাননা। বর্তমানে তাঁর বয়স ২২ বছর, আর এত অল্প বয়সেই তিনি যা অর্জন করেছেন, তা অনেক শিল্পীর আজীবনের স্বপ্ন।

এই ধারাবাহিক সাফল্যের পথ ধরে এবারের আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এ বিলি আইলিশ মনোনয়ন পেয়েছিলেন একসঙ্গে সাতটি বিভাগে। চমক আরও বড় সবকটি বিভাগেই জয় পেয়েছেন তিনি। এই অসামান্য কীর্তির মধ্য দিয়ে তিনি প্রমাণ করলেন, তাঁর জয়রথ থেমে নেই।

বিলির প্রাপ্ত পুরস্কারগুলো হলো:

  • আর্টিস্ট অব দ্য ইয়ার
  • সং অব দ্য ইয়ার
  • অ্যালবাম অব দ্য ইয়ার
  • ফেবারিট ট্যুরিং আর্টিস্ট
  • ফেবারিট ফিমেল পপ আর্টিস্ট
  • ফেবারিট পপ অ্যালবাম
  • ফেবারিট সং

তবে ইউরোপে অবস্থান করার কারণে এই পুরস্কারগুলো নিজ হাতে গ্রহণ করতে পারেননি তিনি। আয়োজকদের উদ্দেশ্যে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে মনে করিয়ে দেয়, এ পৃথিবীতে এখনো আলো আছে।”

লাস ভেগাসে অনুষ্ঠিত এবারের আয়োজনে আরও ছিল কিছু বিশেষ মুহূর্ত।
আজীবন সম্মাননা পেয়েছেন সংগীত কিংবদন্তি রড স্টুয়ার্ট, আর আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন জেনেট জ্যাকসন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেনিফার লোপেজ।

চমক এসেছে আরও কিছু বিভাগে।
টেইলর সুইফট এবার ছয় বিভাগে মনোনয়ন পেয়েও একটি পুরস্কারও জিততে পারেননি, যদিও এর আগে তিনি ৪০টি পুরস্কার নিয়ে অ্যাওয়ার্ড শো’র ইতিহাসে রেকর্ড গড়েছিলেন।

পুরুষ হিপ-হপ শিল্পী হিসেবে এবারে জয় ছিনিয়েছেন এমিনেম, পেছনে ফেলেছেন কেনড্রিক লামার-কে। তবে ‘নট লাইক আস’ গানের জন্য সেরা হিপ-হপ গানের পুরস্কার গেছে কেনড্রিক লামারের ঝুলিতে।

বিয়ন্সের ‘কাউবয় কার্টার’ পেয়েছে সেরা কান্ট্রি অ্যালবামের স্বীকৃতি। তিনি হয়েছেন সেরা কান্ট্রি আর্টিস্টও। ব্রুনো মারস হয়েছেন সেরা পুরুষ পপশিল্পী। আর নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার হয়েছেন গ্রেসি আব্রামস। সেরা যৌথ গান বা কোলাবরেশন অব দ্য ইয়ার হয়েছে লেডি গাগা ও ব্রুনো মারসের ‘ডাই উইথ আ স্মাইল’

এই বছরের অ্যাওয়ার্ড শো নিঃসন্দেহে ছিল তরুণ শিল্পীদের আধিপত্যের এক অনন্য মঞ্চ, যেখানে বিলি আইলিশ নিজেকে প্রমাণ করলেন সময়ের সেরা সংগীততারকা হিসেবে।



আপনার প্রিয় শিল্পী কে? বিলি আইলিশ না টেইলর সুইফট? কে জেতা উচিত ছিল, আর কে বঞ্চিত হলেন বলে মনে করেন? মতামত জানান নিচের কমেন্ট বক্সে। বিশ্বসংগীতের আরও খবর পেতে বিজনেসটুডে২৪.কম-এ চোখ রাখুন প্রতিদিন।