Home আকাশ পথ বিষাক্ত ধোঁয়া ও ঘন কুয়াশায় অচল দিল্লি: বিমান ও রেল চলাচল বিপর্যস্ত

বিষাক্ত ধোঁয়া ও ঘন কুয়াশায় অচল দিল্লি: বিমান ও রেল চলাচল বিপর্যস্ত

এভিয়েশন ডেস্ক: ঘন কুয়াশা আর মারাত্মক বায়ুদূষণে স্থবির হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি ও এর আশপাশের জনজীবন। বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢেকে গেছে পুরো শহর, যার ফলে বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়েছে। আজ সকাল ৬টায় দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয়েছে ৪৫৬, যা ‘অত্যন্ত বিপজ্জনক’ ক্যাটাগরিতে পড়ে।

বাতাসের মান এবং সতর্কতা
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বিভাগের (সিপিসিবি) তথ্যমতে, দিল্লির বাতাস এখন শ্বাস নেওয়ার অনুপযুক্ত। শহরের বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা ছিল ভয়াবহ। অক্ষরধামে একিউআই রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৪৯৩, বারাখাম্বা রোডে ৪৭৪ এবং বারাপুল্লা ফ্লাইওভার এলাকায় ৪৩৩। ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) পরিস্থিতির অবনতি দেখে দিল্লির জন্য ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, শহরটি ধোঁয়াশার চাদরে মুড়ে আছে।

বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা
ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে আসায় আকাশ ও রেলপথে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে অন্তত ৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ৩০০-এর বেশি ফ্লাইট বিলম্বে চলাচল করছে।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলো যাত্রীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। যাত্রীদের বিমানবন্দরে আসার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এবং হাতে অতিরিক্ত সময় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

রেল পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দিল্লিগামী ও দিল্লি থেকে ছেড়ে যাওয়া ৯০টিরও বেশি ট্রেন ঘন কুয়াশার কারণে ৬ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলছে।

জরুরি বিধিনিষেধ (জিআরএপি-৪) কার্যকর
পরিস্থিতি মোকাবিলায় কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট (সিএকিউএম) বায়ুদূষণ রোধে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (জিআরএপি)-এর সর্বোচ্চ স্তর বা স্টেজ-৪ কার্যকর করেছে।

প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।