নিহত ১, আহত অন্তত ৫
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, রংপুর: শহরের সিও বাজারে এলপিজি অটো গ্যাস ও কনভারশন সেন্টারে ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলেই এক ব্যক্তি নিহত হয়েছেন এবং মালিকসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। বিস্ফোরণে আশপাশের অন্তত ২০টি গাড়ি, কয়েকটি বাড়ি ও দোকানপাট দুমড়ে-মুচড়ে যায়।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে অবস্থিত মেসার্স সিও বাজার এলপিজি অটো গ্যাস অ্যান্ড কনভারশন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের বরাতে জানা যায়, স্টেশনটি গত সাত দিন ধরে গ্যাস লিকেজের কারণে বন্ধ ছিল। শনিবার সেখানে মেরামতের কাজ চলছিল। এ সময় ১৫ থেকে ২০টি গাড়ি স্টেশনের ভেতরে রাখা ছিল।
গ্যাস ট্যাংকার মেরামতের সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়, আশপাশের ঘরের চাল উড়ে যায়, জানালার কাঁচ ভেঙে পড়ে। দোকানপাটেরও ব্যাপক ক্ষতি হয়।
ঘটনাস্থলে উপস্থিত কলাপাতা হোটেলের মালিক সোমা ইসলাম বলেন, “দুপুরে হঠাৎ বিকট শব্দে আমাদের দোকান কেঁপে ওঠে। সিলিং ফ্যান ভেঙে পড়ে যায়। অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। সামনে চলন্ত একটি বাসের কাচ ভেঙে পড়ে, যাত্রীরা আহত হয়।”
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক বাদশা মাসুদ আলম জানান, লিকেজ মেরামতের সময় এই বিস্ফোরণ ঘটে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্তারিত পরিমাণ পরে জানানো হবে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, “স্টেশনটি বন্ধ থাকলেও সংস্কারের সময় যথাযথ সতর্কতা নেওয়া হয়নি। বিস্ফোরণে বহু ক্ষতি হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হচ্ছে।”
ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধার ও নিরাপত্তা কাজে অংশ নেয়।










