Home আন্তর্জাতিক ইরানের বন্দর শহর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪, আহত পাঁচ শতাধিক

ইরানের বন্দর শহর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ৪, আহত পাঁচ শতাধিক

বিজনেসটুডে২৪ ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত গুরুত্বপূর্ণ বন্দর শহর আব্বাসে শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনায়  ৫০০ জনের বেশি আহত হয়েছেন এবং অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ‘তেহরান টাইমস’ এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শাহিদ রাজাই বন্দরে বিস্ফোরণের পর হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। ইরানি প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দরে রাখা কন্টেনারের মধ্যে কোনো বিস্ফোরক বা দাহ্য বস্তু থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। একাধিক ভিডিয়োতে দেখা যাচ্ছে, গোটা এলাকা কালো ধোঁয়ার চাদরে ঢেকে গিয়েছে। কিছু ভিডিয়োতে ভেঙে পড়া ভবন, উড়ে যাওয়া কাচ এবং বিধ্বস্ত গাড়ির দৃশ্যও ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে কয়েক কিলোমিটার দূরবর্তী ভবনগুলির জানালার কাচও চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

উল্লেখযোগ্য বিষয়, এই সময় ইরান ও আমেরিকার মধ্যে তৃতীয় দফার পারমাণবিক আলোচনা ওমানে চলছে। বিস্ফোরণের ঘটনার সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতির কোনও সংযোগ রয়েছে কিনা তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। ‘জেরুজালেম পোস্ট’-এর দাবি, শাহিদ রাজাই বন্দরের কাছাকাছি ইরানের সশস্ত্র বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর একটি নৌঘাঁটি রয়েছে। তবে ইজরায়েলি সেনাবাহিনী স্পষ্টভাবে জানিয়েছে, এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাদের কোনো সংযোগ নেই।

এদিকে ইরানের জাতীয় পেট্রোলিয়াম শোধন ও বণ্টন সংস্থা জানিয়েছে, এই বিস্ফোরণের সঙ্গে তেল পরিকাঠামো — যেমন তৈল শোধনাগার বা জ্বালানির ট্যাঙ্কের কোনো সম্পর্ক নেই। বন্দরের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রমে আঘাত লাগার সম্ভাবনাও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বন্দর আব্বাস ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। প্রতি বছর এখানে প্রায় ৮ কোটি টন পণ্য ওঠানামা করে। দেশটির মোট তেল রপ্তানির প্রায় ২০ শতাংশ হয় এই বন্দর দিয়েই। ফলে এই বিস্ফোরণের কারণে বাণিজ্যিক দিক থেকেও একটি বড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।

ইরানের প্রশাসন এবং উদ্ধারকারী দলগুলো বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিস্ফোরণের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।