Home বিনোদন অভিনয় ছেড়ে সংসারে মন বি হেড়েনের

অভিনয় ছেড়ে সংসারে মন বি হেড়েনের

বি হেড়েনে

শাশুড়ির কাছ থেকে পাচ্ছেন বিপুল অর্থ সহায়তা

বিনোদন ডেস্ক: বিয়ের পর অভিনয়ে আর মন নেই তাইওয়ানিজ অভিনেত্রী বি হেড়েনের। গ্ল্যামার জগত থেকে নিজেকে সরিয়ে এখন তিনি পুরোপুরি মন দিয়েছেন সংসারে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছেন, তিনি অভিনয়ে ফিরতে অনিচ্ছুক এবং বর্তমানে সন্তানদের মানুষ করা ও পারিবারিক জীবনই তার প্রধান অগ্রাধিকার। একইসঙ্গে তিনি স্বীকার করেছেন, সংসার চালানোর জন্য তিনি তার শাশুড়ির কাছ থেকে বিপুল আর্থিক সহায়তা পান।

২০১৯ সালে হংকংয়ের অভিনেতা জ্যাকি হিউং-কে (Jacky Heung) বিয়ে করেন বি হেড়েন। জ্যাকি হলেন হংকংয়ের বিনোদন জগতের অন্যতম প্রভাবশালী টাইকুন চার্লস হিউং এবং প্রখ্যাত প্রযোজক টিফানি চেনের ছেলে।

গত ১০ ডিসেম্বর তাইপেইতে একটি প্রসাধনী ব্র্যান্ডের অনুষ্ঠানে উপস্থিত হন বি। বিয়ের পর জনসমক্ষে তাকে খুব কমই দেখা গেছে। সেখানেই তিনি তার বর্তমান জীবনযাপন নিয়ে খোলামেলা কথা বলেন।

স্বামীর সঙ্গে দূরত্ব ও পারিবারিক জীবন
বি হেড়েন জানান, তিনি বর্তমানে তাইওয়ানেই বসবাস করছেন। সেখানে নিজের পরিচিত পরিবেশে সন্তান এবং পোষ্য প্রাণীদের নিয়ে থাকতেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কাজের সূত্রে স্বামী জ্যাকি হিউং বেশিরভাগ সময় বাইরে থাকেন। তবে দীর্ঘ দূরত্বের এই সম্পর্ক (long-distance marriage) নিয়ে বি-এর কোনো অভিযোগ নেই। তিনি বলেন, “স্বামী দূরে থাকলেও সমস্যা নেই, তবে তিনি নিয়মিত সন্তানদের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন কি না, সেটাই আমার প্রধান চিন্তার বিষয়। যোগাযোগ কমে গেলে আমিই তাকে মনে করিয়ে দেই।”

শাশুড়ির বিপুল অর্থ সহায়তা ও সম্পর্ক
বি হেড়েন প্রথমবারের মতো জনসমক্ষে স্বীকার করেন যে, তার শাশুড়ি টিফানি চেন তাকে সংসারের খরচ বাবদ “বিপুল পরিমাণ অর্থ” পাঠান। বি হেড়েন শত শত পরিত্যক্ত প্রাণী উদ্ধার করে লালন-পালন করেন। পুত্রবধূর এই কাজে সমর্থনের জন্য শাশুড়ি তাকে জমি কিনে দিয়েছেন এবং পশুদের থাকার জায়গা তৈরির ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়াও, বি-এর বাবার বাড়ির কাছে তাকে বেশ কয়েকটি সম্পত্তিও উপহার দিয়েছেন তার শাশুড়ি।

শাশুড়ি টিফানি চেনের দর্শন হলো—পুত্রবধূর জীবন কঠিন না করা মানে ছেলের জীবনকেই সহজ করা। টিফানি মনে করেন, শাশুড়ির উচিত নয় সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা এবং একসাথে না থাকাই উত্তম। বি জানান, বিয়ের আগেই তিনি পরিষ্কার করে বলেছিলেন যে তিনি তাইপেইতে থাকতে চান এবং শ্বশুরবাড়ি তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।

গুঞ্জন ও ব্যক্তিগত ইচ্ছে
শাশুড়ির চাপে তিনি সন্তান নিয়েছেন—এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘টাইনি টাইমস’ খ্যাত এই অভিনেত্রী বলেন, “দুটি সন্তান নেওয়ার সিদ্ধান্তটি পুরোপুরি আমার নিজের ছিল।” তার ৫ এবং ৩ বছর বয়সী দুই সন্তান এখন আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করছে।

সাধারণ পরিবারে বেড়ে ওঠা বি জানান, তার বাবা-মা একসময় সয়া মিল্ক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ছোটবেলা থেকেই তিনি তার শাশুড়ি টিফানি চেনকে চিনতেন এবং তাকে একজন সম্ভ্রান্ত ও সফল নারী হিসেবে শ্রদ্ধা করতেন। বর্তমানে নেটিজেনরা যখন মন্তব্য করেন যে বি-কে দিন দিন তার শাশুড়ির মতো দেখতে লাগছে, তখন তিনি বেশ আনন্দিত হন বলে জানান।

উল্লেখ্য, বি হেড়েনের শ্বশুর চার্লস হিউং চায়না স্টার এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা এবং তার সম্পদের পরিমাণ প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার।