আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাতে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৬ জন প্রবীণ নিবাসী জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। দাউ দাউ করে জ্বলা আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে পুরো ভবনটিকে গ্রাস করে নিলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৮টার দিকে ‘ওয়ের্ধা দামাই’ নামক ওই বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত হয়। একতলা বিশিষ্ট ভবনটি কাঠের তৈরি আসবাবপত্র এবং দাহ্য পদার্থে ঠাসা থাকায় মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই ভবনের সিংহভাগ পুড়ে ছাই হয়ে যায়।
উদ্ধারকারীরা জানান, নিহতদের অধিকাংশের মরদেহ কক্ষের ভেতরে বিছানায় পাওয়া গেছে। বার্ধক্যজনিত অসুস্থতা এবং শারীরিক সক্ষমতা কম থাকায় তারা দ্রুত ঘর থেকে বের হতে পারেননি।
ঘটনাস্থলে উপস্থিত একজন উদ্ধারকর্মী বলেন, “আমরা যখন পৌঁছাই, তখন পুরো ভবনটি আগুনের কুণ্ডলী হয়ে ছিল। ভেতর থেকে কান্নার আওয়াজ আসছিল, কিন্তু প্রচণ্ড তাপের কারণে ভেতরে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়েছিল।”
কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ জনের মৃত্যুর পাশাপাশি আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। ১২ জনকে অক্ষত অবস্থায় নিকটস্থ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। উত্তর সুলাওয়েসি পুলিশের মুখপাত্র আলমসিয়াহ পি. হাসিবুয়ান বলেন, “এটি একটি হৃদয়বিদারক ঘটনা। আমরা ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছি এবং বৃদ্ধাশ্রমের নিরাপত্তা ব্যবস্থায় কোনো অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এই মর্মান্তিক ঘটনায় মানাদো শহরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার সহায়তা নেওয়া হচ্ছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।









