Home First Lead তেলের বাজারে দ্বিমুখী চাপ গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষণ

তেলের বাজারে দ্বিমুখী চাপ গোল্ডম্যান স্যাকসের বিশ্লেষণ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববিখ্যাত বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস সাম্প্রতিক কয়েকটি গবেষণা ও পূর্বাভাসে জানিয়েছে যে বৈশ্বিক তেলবাজার আগামী এক থেকে দুই বছরে স্থিতিশীলতা হারিয়ে চাহিদা ও সরবরাহের টানাপড়েনে নতুন মাত্রায় প্রবেশ করতে যাচ্ছে সংস্থাটি বলছে ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা উল্লেখযোগ্য হারে ধীর হবে এবং ২০২৬ সাল নাগাদ এটি আরও সংকুচিত হতে পারে যার ফলে তেলের দাম পড়তে পারে বেশ চাপের মুখে

বিশ্লেষণে বলা হয়েছে চলতি বছর জ্বালানি চাহিদা প্রতিদিন প্রায় বারো লাখ ব্যারেল হারে বাড়লেও ২০২৬ সালে এই বৃদ্ধি একেবারে স্তিমিত হয়ে আসতে পারে সংস্থাটি ধারণা করছে তখন প্রতিদিনের চাহিদা বাড়বে মাত্র তিন লাখ ব্যারেলের মতো যা বৈশ্বিক জ্বালানি খাতে বড় ধরনের মন্থরতা নির্দেশ করে এর পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বৈশ্বিক অর্থনীতির দুর্বলতা চীন ও ইউরোপের শিল্প খাতের ধীর গতি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে ক্রমবর্ধমান উৎসাহ

এদিকে সরবরাহ দিক থেকেও বাজারে রয়েছে অনিশ্চয়তা কারণ ওপেক প্লাস জোট বিশেষ করে সৌদি আরব রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে তেল উৎপাদনে নতুন করে গতি আনছে যা বাজারে সরবরাহের চাপ বাড়াবে গোল্ডম্যান স্যাকস পূর্বাভাস দিয়েছে ওপেক প্লাস ২০২৫ সালের শেষ নাগাদ তাদের উৎপাদন দিনে অন্তত ২১ লাখ ব্যারেল পর্যন্ত বাড়াতে পারে এতে করে বিশ্ববাজারে উদ্বৃত্ত তৈরির আশঙ্কা থেকেই যাচ্ছে

তেলের দামের দিক থেকে সংস্থাটি বলছে বর্তমান সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ৮৫ ডলারের আশেপাশে থাকলেও এই মূল্যমান ২০২৬ সালের মধ্যে কমে ৫৬ ডলারে নেমে আসতে পারে অন্যদিকে আমেরিকার পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েট ডব্লিউটিআই এর দাম নামতে পারে ৫২ ডলার পর্যন্ত অবশ্য গোল্ডম্যান স্যাকস সতর্ক করে দিয়ে বলেছে ভূরাজনৈতিক ঝুঁকি বাড়লে বিশেষ করে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ তীব্র হলে কিংবা হরমুজ প্রণালীতে বড় ধরনের বিঘ্ন ঘটলে সেই পরিস্থিতিতে হঠাৎ করেই দাম ১১০ ডলার পর্যন্ত পৌঁছে যেতে পারে

বিশ্ববাজারে চাহিদা ও সরবরাহের এমন টানাপড়েনের মধ্যে গোল্ডম্যান স্যাকস বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকেন এবং চীনের অর্থনীতির গতিপথ ও ওপেক প্লাসের সিদ্ধান্ত নিয়মিত নজরে রাখেন

বিশ্লেষকরা মনে করছেন বিশ্বজুড়ে তেলবাজার বর্তমানে একটি দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে যেখানে একদিকে অর্থনৈতিক শ্লথগতি অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তা তেলের ভবিষ্যৎ মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে ফলে আগামী বছরগুলোতে তেলবাজার নিয়ে বিনিয়োগকারীদের উচ্চমাত্রার সচেতনতা ও প্রস্তুতি থাকতে হবে