Home চট্টগ্রাম বৈশ্বিক শিক্ষা সম্মেলনে যাচ্ছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল

বৈশ্বিক শিক্ষা সম্মেলনে যাচ্ছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে প্রেসিডেন্সির প্রতিনিধিদল।

চট্টগ্রাম: একবিংশ শতাব্দীর শিক্ষার চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনই এখন অগ্রাধিকার। এই ভাবনা থেকেই আগামী ২০ থেকে ২২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী চিন্তা ও গবেষণাভিত্তিক তৃতীয় বৈশ্বিক সম্মেলন। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল।

প্রেসিডেন্সির রেক্টর ড. ইমাম হাসান রেজার নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন ভাইস-প্রিন্সিপাল জনাব ই ইউ এম ইনতেখাব ও জনাব ফিরোজ আহম্মদ, আরসিডি-ডিরেক্টর জনাব নুরুল কবির এবং সিপিডি-ডিরেক্টর জনাব নন্দন মিত্র। তাঁরা প্রত্যেকেই দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রশাসন ও শিক্ষা উন্নয়নে কাজ করছেন।

এই সম্মেলনে প্রেসিডেন্সি তিনটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবে। প্রতিটি প্রবন্ধেই সীমিত সম্পদের মধ্যেও কীভাবে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বাস্তবায়ন সম্ভব, তা তুলে ধরা হয়েছে।

প্রবন্ধগুলো হলো—
১) “সীমিত সম্পদের শ্রেণীকক্ষে সক্রিয় শিক্ষার উদ্ভাবন”: এতে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে বাংলাদেশের বাস্তবতাভিত্তিক শ্রেণীকক্ষে সক্রিয় শেখার কৌশল কার্যকরভাবে প্রয়োগ করা যায়।
২) “টেকসই ক্যাম্পাস উদ্যোগ ও শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তন”: এই গবেষণায় পরিবেশবান্ধব ক্যাম্পাস তৈরি করে শিক্ষার্থীদের মানসিকতা ও দায়িত্ববোধে কীভাবে পরিবর্তন আনা যায়, তা তুলে ধরা হয়েছে।
৩) “শিক্ষক-শিক্ষণ সম্প্রদায়ের ভূমিকা ও উন্নতির সংস্কৃতি গঠন”: এতে দেখানো হয়েছে, উন্নয়নশীল দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে পেশাগত শিক্ষকের মধ্যে একটি উন্নয়নমুখী সংস্কৃতি গড়ে তুলছে।

এই গবেষণা প্রবন্ধগুলো প্রেসিডেন্সির শিক্ষাবিষয়ক অঙ্গীকারের প্রতিফলন— যা সময়োপযোগী, বাস্তবমুখী ও সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়। সিঙ্গাপুর সম্মেলনে প্রেসিডেন্সির অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং বিশ্ব শিক্ষামঞ্চে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।

– সংবাদ বিজ্ঞপ্তি