এভিয়েশন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার (২৩ মার্চ) জানিয়েছে, ভয়াবহ দুটি ৭৩৭ ম্যাক্স বিমান দুর্ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে চলা ফৌজদারি তদন্তে বোয়িংয়ের সঙ্গে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে তারা। তবে এই সমঝোতায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত যাত্রীদের অনেক পরিবারের সদস্য।
২০১৮ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ার জাভা সাগরে লায়ন এয়ারের একটি বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। তাতে ১৮৯ জন নিহত হন। এর প্রায় পাঁচ মাস পর, ২০১৯ সালের মার্চে ইথিওপিয়ান এয়ারলাইন্সের আরেকটি ৭৩৭ ম্যাক্স বিমানও উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয় এবং ১৫৭ জন নিহত হন।
বিচার বিভাগ জানিয়েছে, এই ‘প্রিন্সিপাল চুক্তি’র আওতায় বোয়িং ১ দশমিক ১ বিলিয়ন ডলার পরিশোধ করবে এবং এর বিনিময়ে কোম্পানির বিরুদ্ধে ম্যাক্স বিমানের প্রত্যয়ন প্রক্রিয়ায় প্রতারণার অভিযোগে আনা ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হবে। এ সংক্রান্ত নথিপত্র যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে দাখিল করা হয়েছে।
এই ১ দশমিক ১ বিলিয়ন ডলারের মধ্যে ২৪৩.৬ মিলিয়ন ডলার জরিমানা হিসেবে এবং ৪৪৪.৫ মিলিয়ন ডলার দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য একটি তহবিলে দেওয়া হবে, যা সমানভাবে ভাগ করা হবে প্রত্যেক ভুক্তভোগীর পরিবারের মধ্যে। পাশাপাশি, কোম্পানির অভ্যন্তরীণ সুরক্ষা, মান নিয়ন্ত্রণ ও আইনি নীতিমালা উন্নয়নে অতিরিক্ত ৪৫৫ মিলিয়ন ডলার বরাদ্দ রাখবে বোয়িং।
তবে এই সমঝোতা কার্যকর হতে হলে আদালতের অনুমোদন প্রয়োজন। যদি এটি অনুমোদিত হয়, তাহলে টেক্সাসের ফোর্ট ওর্থে জুন মাসে নির্ধারিত ফৌজদারি বিচার এড়ানো সম্ভব হবে।
এই সমঝোতার ফলে বোয়িংকে ম্যাক্স বিমানের প্রত্যয়ন প্রক্রিয়ায় প্রতারণার দায়ে দোষ স্বীকার করতে হবে না।
দুর্ঘটনায় নিহত যাত্রীদের অনেক পরিবারের সদস্য এই সমঝোতাকে বোয়িংয়ের জন্য “উপহার” হিসেবে উল্লেখ করেছেন। নিহত এক যাত্রীর ভাই জাভিয়ের দে লুইস বলেন, “এই চুক্তি দেশের অন্যান্য কোম্পানিকে যে বার্তা দেয়, তা হলো—আপনার পণ্যের নিরাপত্তা নিয়ে চিন্তা করার দরকার নেই।”
ভুক্তভোগী পরিবারের আইনজীবী পল ক্যাসেল বলেন, “যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কর্পোরেট অপরাধের ক্ষেত্রে এমন দায়মুক্তি ভিত্তিক সমঝোতা নজিরবিহীন এবং স্পষ্টত ভুল। আমার প্রতিনিধিত্ব করা পরিবারগুলো আদালতে এই চুক্তির বিরোধিতা করবে।”
তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, অনেক পরিবার আবার এই মামলার অবসান চায়। নথিপত্রে উল্লেখ করা হয়েছে, ১১০ জনেরও বেশি ভুক্তভোগী পরিবারের সদস্য সরকারকে জানিয়েছেন যে তারা হয় এই চুক্তিকে সরাসরি সমর্থন করেন অথবা মামলাটি আদালতের বাইরে নিষ্পত্তির প্রচেষ্টাকে সমর্থন করেন কিংবা আপত্তি করেননি।
বিচার বিভাগ বলেছে, “এই সমঝোতা একটি ন্যায্য ও যুক্তিসঙ্গত নিষ্পত্তি এবং জনস্বার্থ রক্ষা করে। এতে বোয়িংকে দ্রুত জবাবদিহিতার আওতায় আনা যাচ্ছে এবং ভবিষ্যতের অনিশ্চয়তা ও দীর্ঘমেয়াদি মামলার ঝুঁকি এড়ানো যাচ্ছে।”