Home আকাশ পথ বিশ্বজুড়ে বোয়িং নিয়ে দুর্ঘটনার আতঙ্ক

বিশ্বজুড়ে বোয়িং নিয়ে দুর্ঘটনার আতঙ্ক

এভিয়েশন ডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনা যেন আরও একবার নাড়া দিল বিশ্বকে। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানটি বিধ্বস্ত হয় গুজরাটের মেঘানিনগর এলাকায়। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় ক্রু ও যাত্রী মিলিয়ে ২৪২ জনের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করছে প্রশাসন। বোয়িং বিমানটি মেঘানিনগরের একটি বহুতল আবাসিক ভবনের উপর সরাসরি ভেঙে পড়ে, ফলে নিচেও প্রাণহানির সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিমানটি আকাশে ওড়ার পরপরই ‘অস্বাভাবিক শব্দ’ করতে থাকে এবং কয়েক মুহূর্তের মধ্যেই বিকট বিস্ফোরণের মাধ্যমে মাটিতে ধসে পড়ে। এই বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনো নিশ্চিত না হলেও আবহাওয়ার অবস্থা ভালো ছিল না বলে জানিয়েছে স্থানীয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বোয়িং ৭৮৭ দুর্ঘটনার বিশ্ব পরিপ্রেক্ষিত

এই আহমেদাবাদ বিমান দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন সম্প্রতি একাধিক বোয়িং বিমান দুর্ঘটনা বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েক বছরে বোয়িং ৭৮৭ এবং ALH ধ্রুব সিরিজের একাধিক বিমান বিধ্বস্ত হয়েছে।

  • যুক্তরাষ্ট্রে, Alaska Airlines-এর একটি বোয়িং ৭৩৭–এ জানালার অংশ খুলে যাওয়ার পর জরুরি অবতরণ করতে হয়।
  • মেক্সিকোতে, ২০২৪ সালে একটি বোয়িং ৭৮৭-৯ এর জরুরি ল্যান্ডিং হয় টেকনিক্যাল ত্রুটির কারণে।
  • নেপালে, ২০২৩ সালে ইয়েতি এয়ারলাইনসের ATR বিমান বিধ্বস্ত হয়ে ৭২ জন যাত্রীর মৃত্যু হয়।
  • ভারতের পোরবন্দরে, ইন্ডিয়ান কোস্ট গার্ডের ALH ধ্রুব হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জন নিহত হয়।
  • ভারতের সাম্প্রতিক বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার ক্রমবর্ধমান হার

এই লন্ডনগামী বোয়িং বিমান দুর্ঘটনা-র আগেও ভারত একাধিক দুর্ঘটনার সাক্ষী হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে পোরবন্দরে একটি ধ্রুব হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। তার আগে উত্তরাখণ্ডের গংগোত্রীতে চারধাম তীর্থপথে হেলিকপ্টার ভেঙে পড়ে পাঁচ যাত্রীসহ পাইলটের মৃত্যু হয়।

বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি অঞ্চল, অনিশ্চিত আবহাওয়া এবং বর্ধিত ফ্লাইট চাপের কারণে ভারতের বিমান নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে নজরদারি দরকার। বোয়িং ৭৮৭ বিধ্বস্ত, ভারতের বিমান দুর্ঘটনা ২০২৫, এমন শব্দগুচ্ছ এখন ইন্টারনেটে আলোচিত।

তদন্ত ও প্রতিক্রিয়া

ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। দুর্ঘটনার কালো বাক্স উদ্ধার করে বিশ্লেষণ করা হবে। বোয়িং কোম্পানি থেকেও কারিগরি দল পাঠানোর ঘোষণা এসেছে।

এয়ারলাইন্স বিশেষজ্ঞরা বলছেন, বোয়িং দুর্ঘটনার তালিকা গত এক দশকে লম্বা হয়েছে। প্রতিটি ঘটনার পরে প্রশ্ন উঠছে নিরাপত্তা রক্ষার দিক থেকে যত্নবান হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে।