Home আন্তর্জাতিক ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিচ্ছে সৌদি ও তুরস্কসহ ৮ মুসলিম দেশ

ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিচ্ছে সৌদি ও তুরস্কসহ ৮ মুসলিম দেশ

  •  যোগ দিতে রাজি পুতিন
  •  সাংবিধানিক বাধার মুখে ইতালির না
  • আপত্তি স্লোভেনিয়ার
আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের ড্যাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) পার্শ্ববৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কূটনৈতিক উদ্যোগ ‘বোর্ড অফ পিস’ নিয়ে বিশ্ব রাজনীতিতে নাটকীয় মোড় লক্ষ্য করা গেছে। গাজা যুদ্ধ বন্ধ ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত এই সংস্থায় একদিকে যেমন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন, অন্যদিকে ইউরোপীয় মিত্র দেশ ইতালি তাদের সাংবিধানিক সীমাবদ্ধতার কথা জানিয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।
পুতিনের সম্মতি ও বৈশ্বিক প্রভাব
বুধবার সন্ধ্যায় ট্রাম্প সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে এই বোর্ডে যোগ দিতে সম্মত হয়েছেন। ক্রেমলিন সূত্রের খবর অনুযায়ী, রাশিয়া এই বোর্ডকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর একটি বড় সুযোগ হিসেবে দেখছে। পুতিন জানিয়েছেন, গাজার পুনর্গঠনের জন্য রাশিয়া তাদের হিমায়িত রুশ সম্পদ থেকে ১ বিলিয়ন ডলার অনুদান দিতেও প্রস্তুত।
বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বে অনেকটা বিচ্ছিন্ন থাকা পুতিনের জন্য এটি আন্তর্জাতিক কূটনীতিতে ফেরার একটি নতুন পথ।
ইতালির সাংবিধানিক ‘না’
পুতিন যোগ দিলেও, ট্রাম্পের এই উদ্যোগে বড় ধরনের ধাক্কা দিয়েছে ইতালি। ইতালির প্রধান সংবাদপত্র কোরিয়েরে ডেলা সেরা (Corriere della Sera) জানিয়েছে, সাংবিধানিক সীমাবদ্ধতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। ইতালির সংবিধান অনুযায়ী, দেশটি কেবল সেই সব আন্তর্জাতিক সংস্থায় যোগ দিতে পারে যারা অন্য সব রাষ্ট্রের সঙ্গে সমান মর্যাদার ভিত্তিতে কাজ করে।
যেহেতু ট্রাম্পের এই বোর্ডে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য ও আজীবন চেয়ারম্যান পদের বিধান রাখা হয়েছে, তাই এটি ইতালির সংবিধানের সাথে সাংঘর্ষিক।
মুসলিম দেশগুলোর বড় অংশগ্রহণ
ইতালির অনীহা সত্ত্বেও সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (UAE)—এই আটটি মুসলিম প্রধান দেশ বোর্ড অফ পিসে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এক যৌথ বিবৃতিতে তারা জানায়, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখা এবং পুনর্গঠন ত্বরান্বিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বিতর্কের কেন্দ্রে বোর্ডের চার্টার
বোর্ড অফ পিসকে জাতিসংঘের বিকল্প হিসেবে দেখা হচ্ছে, যা নিয়ে ইউরোপীয় নেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বোর্ডের কয়েকটি বিতর্কিত নিয়ম হলো:
একক কর্তৃত্ব: ট্রাম্প এই বোর্ডের আজীবন চেয়ারম্যান হিসেবে কাজ করবেন।
তহবিল: স্থায়ী সদস্যপদ পেতে দেশগুলোকে ১০০ কোটি ডলার (১ বিলিয়ন) অনুদান দিতে হবে।
সদস্য দেশ: ইতিমধ্যে হাঙ্গেরি, ইসরায়েল, মরক্কো, ভিয়েতনাম এবং বেলারুশসহ প্রায় ১৮টি দেশ এই বোর্ডে স্বাক্ষর করেছে।
গাজার বর্তমান চিত্র
ট্রাম্পের এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই গাজার মানবিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই উদ্যোগে সমর্থন জানালেও বোর্ডে তুরস্ক ও কাতারের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন।