Home আন্তর্জাতিক ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ পাকিস্তানসহ ২৬ দেশ

ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এ পাকিস্তানসহ ২৬ দেশ

 বাদ পড়ল ইউরোপের প্রধান শক্তিগুলো

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত আন্তর্জাতিক সংস্থা ‘বোর্ড অফ পিস’ (Board of Peace)-এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়েছে। বুধবার সংস্থাটির পক্ষ থেকে পাকিস্তানসহ ২৬টি প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের নাম ঘোষণা করা হয়। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প এই উদ্যোগের ঘোষণা দেওয়ার ঠিক এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই তালিকা প্রকাশ করা হয়।
প্রতিষ্ঠাতা সদস্যদের তালিকা
তালিকায় স্থান পাওয়া ২৬টি দেশ হলো: পাকিস্তান, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, আলবেনিয়া, বাহরাইন, বেলারুশ, বুলগেরিয়া, কম্বোডিয়া, এল সালভাদর, মিশর, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, মঙ্গোলিয়া, মরক্কো, প্যারাগুয়ে, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান এবং ভিয়েতনাম। মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোর এই সমন্বয় ট্রাম্পের নতুন ভূ-রাজনৈতিক কৌশলেরই প্রতিফলন।
অনুপস্থিত পশ্চিমী মিত্ররা ও কূটনৈতিক টানাপোড়েন
তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো প্রধান ইউরোপীয় দেশগুলোর অনুপস্থিতি। গ্রিনল্যান্ড ইস্যু এবং শুল্ক নীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধের জেরে ওয়াশিংটনের সঙ্গে এসব দেশের সম্পর্কের যে টানাপোড়েন চলছে, তারই বহিঃপ্রকাশ দেখা গেল এই তালিকায়।
এদিকে, বেলারুশ এই বোর্ডে যোগ দিলেও রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগের মার্কিন প্রশাসনের জব্দ করা সম্পদ থেকে ১ বিলিয়ন ডলার এই বোর্ডের বাজেটে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দাভোসে দেওয়া এক বক্তব্যের জেরে দেশটির আমন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছেন ট্রাম্প।
বোর্ডের লক্ষ্য ও প্রেক্ষাপট
২০২৫ সালের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাবের মাধ্যমে এই বোর্ড গঠনের অনুমোদন দেওয়া হয়। গত ১৫ জানুয়ারি গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে এটি প্রতিষ্ঠার ঘোষণা দেন।
প্রাথমিক লক্ষ্য: গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং পুনর্গঠন তদারকি করা।
সম্প্রসারিত ম্যান্ডেট: বিশ্বের যেকোনো সংঘাতপ্রবণ অঞ্চলে শান্তি বজায় রাখা।
তবে এই বোর্ডের নেতৃত্ব কাঠামো এবং আগামী দিনের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।