চট্টগ্রাম: “উদ্ভাবনের উদ্দীপ্ত, ভবিষ্যতের শক্তি” এই প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ২৫তম উদ্যোক্তা উন্নয়ন মেলা ও প্রতিযোগিতা—২০২৫। রোববার বায়েজিদ আরেফিন নগরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ৬৯ ও ৭০তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন সাউদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান, উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান এবং মীর গ্রুপের পরিচালক ইবনাত সিফাত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলামসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ। সমাপনী আয়োজনে অতিথি হিসেবে যোগ দেন মেরিডিয়ান গ্রুপের চেয়ারপারসন কহিনুর কামাল।
প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত আলী চৌধুরী বলেন, “শিক্ষার্থীরা যখন অধ্যয়নের পাশাপাশি ব্যবসার বাস্তব ধারণা নিয়ে কাজ করে, তখন তা শুধু নিজেদের নয়, দেশের ভবিষ্যতের জন্যও ইতিবাচক ইঙ্গিত বহন করে। এই উদ্যোগ দেশের অর্থনীতিতে তরুণদের সম্ভাবনাময় অংশগ্রহণের পথ দেখাবে।”
ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের উদ্যোক্তা হয়ে উঠতে সহায়তা করে। চাকরি খোঁজার পরিবর্তে চাকরি দেওয়ার মানসিকতা গড়ে তোলা এখন সময়ের দাবি।”
ব্যবসা বিস্তার ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীরা নয়টি স্টলে নিজেদের উদ্ভাবিত নানা ধরনের পণ্য প্রদর্শন করেন। সহকারী অধ্যাপক তাসনিম ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে মেলার সেরা স্টল ও প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।
-সংবাদ বিজ্ঞপ্তির