বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাট-২ আসনে বইছে নির্বাচনী হাওয়া, তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। দীর্ঘ সাতবার এই আসনের মানুষের মন জয় করা প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমানের সেই হারানো গৌরব ফিরে পেতে কোমর বেঁধে মাঠে নেমেছেন তার পুত্রবধূ হাসিনা কামাল। স্বামী, সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালকে বিজয়ী করতে দিন-রাত এক করে প্রচারণা চালাচ্ছেন তিনি।
শশুরের জনপ্রিয়তাকে পুঁজি করে নতুন লড়াই: আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার প্রতিটি গ্রাম-গঞ্জ এখন ‘কলম’ প্রতীকের প্রচারণায় মুখর। হাসিনা কামাল, যিনি বর্তমানে জনতার দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, চষে বেড়াচ্ছেন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে। ভোটারদের মনে করিয়ে দিচ্ছেন তার শশুরের সেই সোনালী দিনের কথা, যখন দল-মত নির্বিশেষে মানুষ মুজিবুর রহমানকেই তাদের অভিভাবক হিসেবে বেছে নিতেন।
সেনাবাহিনীর চাকরি ছেড়ে রাজনীতির মাঠে শামীম কামাল: শশুরের মৃত্যুর পর এই জনপদের মানুষের সেবা করতে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল। তিনি আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক । উচ্চপদস্থ সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’-এর প্রার্থী হিসেবে তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার নির্বাচনী প্রতীক “কলম”।
“মানুষ আমার শশুরকে যেভাবে ভালোবেসে সাতবার এমপি বানিয়েছিল, আমার বিশ্বাস স্বামী শামীম কামালকেও তারা সেই একইভাবে মূল্যায়ন করবেন।”
— হাসিনা কামাল, ভাইস চেয়ারম্যান, জনতার দল।










