Home আকাশ পথ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ব্রিটিশ এয়ারওয়েজ বন্ধ করল দুবাই ও দোহা রুট

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ব্রিটিশ এয়ারওয়েজ বন্ধ করল দুবাই ও দোহা রুট

এভিয়েশন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ইরানে বিমান হামলার পর নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ব্রিটিশ এয়ারওয়েজ রোববার দুবাই ও দোহাগামী সব ফ্লাইট স্থগিত করেছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হওয়ার কথা ছিল এমন দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের জাতীয় এই বিমান সংস্থা।

ব্রিটিশ এয়ারওয়েজের মুখপাত্র জানান, “সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে আমরা আমাদের ফ্লাইট সময়সূচি পুনর্বিন্যাস করেছি, যাতে যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। পরবর্তী ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ব্রিটিশ এয়ারওয়েজ আরও জানিয়েছে, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত দোহা ও দুবাইগামী যাত্রীরা অতিরিক্ত কোনো খরচ ছাড়াই আগামী ৬ জুলাই পর্যন্ত অন্য দিনের ফ্লাইটে পুনঃবুকিং করতে পারবেন।

জুনের ১৩ তারিখ থেকে ইরান-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বিশাল আকাশসীমা বিমান চলাচলের জন্য প্রায় ফাঁকা হয়ে পড়েছে। এর মধ্যে যুক্ত হয়েছে রাশিয়ার পশ্চিমা দেশের বিমানের জন্য আকাশসীমা বন্ধ থাকার বিষয়টি, ফলে পূর্ব এশিয়ামুখী বিমানগুলোকে এখন কাস্পিয়ান অঞ্চল ও তুরস্কের উপর দিয়ে ঘুরপথে যেতে হচ্ছে।

শনিবার গভীর রাতে মার্কিন হামলার খবর ছড়িয়ে পড়ার পর চেন্নাই থেকে লন্ডনগামী একটি ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইট মাঝপথ থেকে ফিরে আসে এবং পরে নিরাপদে গন্তব্যে পৌঁছায়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ও ইউনাইটেড এয়ারলাইন্স ইসরায়েল এবং পরবর্তীতে দুবাই ও দোহা ফ্লাইট বাতিল করে।

এদিকে, হিথ্রো বিমানবন্দরের তথ্য অনুযায়ী, ব্রিটিশ এয়ারওয়েজের রিয়াধগামী ফ্লাইটগুলো এখনো স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। অপরদিকে, এমিরেটস এবং কাতার এয়ারওয়েজ তাদের নিজ নিজ গন্তব্যে নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা করছে।

প্রসঙ্গত, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর, যেখানে প্রতিবছর ৯ কোটিরও বেশি যাত্রী যাতায়াত করেন। দুবাইয়ে বর্তমানে প্রায় ২ লাখ ৪০ হাজার ব্রিটিশ নাগরিক বসবাস করেন। কাতারের রাজধানী দোহাতেও বসবাস করছেন প্রায় ২০ হাজার ব্রিটিশ নাগরিক।