বিজনেসটুডে২৪ ডেস্ক: ভারতের হায়দরাবাদ শহরে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনায় ‘ব্রেন ডেড’ অবস্থায় থাকা এক তরুণের মোবাইল চুরি করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩২ লক্ষ টাকা নিজের বাবার অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছেন প্রেমিকা। মৃতপ্রায় ছেলের মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ।
জানা গিয়েছে, ২০২৪ সালের ১৫ নভেম্বর পোন্নাবোয়াইনা মল্লিকার্জুন যাদব নামে এক যুবক তাঁর প্রেমিকা ও ব্যবসায়িক অংশীদার মেধা রেড্ডি, সাই পবন আসাদি এবং আরও কয়েকজন পরিচিতজনের সঙ্গে পার্টি করে ফিরছিলেন। ফেরার পথে প্যারাডাইস ফ্লাইওভারে এক মারাত্মক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা জানান, তিনি ‘ব্রেন ডেড’।
মল্লিকার্জুনের মা এলজি মুকেশ্বরী যাদব অভিযোগ করেন, দুর্ঘটনার পর থেকেই ছেলের মোবাইলটি নিখোঁজ ছিল। চিকিৎসার খরচ চালাতে গিয়ে হঠাৎই দেখতে পান ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩২ লক্ষ টাকা স্থানান্তর করা হয়েছে—সরাসরি তাঁর প্রেমিকা মেধা রেড্ডির বাবার অ্যাকাউন্টে। বিষয়টি বুঝতে পেরে তিনি থানায় অভিযোগ জানালেও শুরুতে পুলিশ তা আমলে নেয়নি। পরে পুলিশ কমিশনারকে চিঠি লিখে পুরো ঘটনার বিবরণ দেন মল্লিকার্জুনের মা। এর পরই সক্রিয় হয় পুলিশ প্রশাসন। চুরি, প্রতারণা এবং ডিজিটাল অপরাধের ধারায় মামলা দায়ের করা হয় মেধা রেড্ডি, তাঁর বাবা রবি রেড্ডি এবং পার্টিতে উপস্থিত সাই পবন আসাদির বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত তিনজনই মল্লিকার্জুনের ব্যবসার অংশীদার ছিলেন।
এই ঘটনায় পুলিশের দায়িত্বে গাফিলতির অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।
মল্লিকার্জুনের মা বলেন, “আমার ছেলে এখনও হাসপাতালের বিছানায়। ওর সবচেয়ে কাছের মানুষরা এই বিশ্বাসঘাতকতা করেছে, সেটা ভাবতেও কষ্ট হয়।”
এই ঘটনায় সামাজিক ও নৈতিক প্রশ্নও উঠে এসেছে—ভালোবাসার মুখোশ পরে কেউ কীভাবে এমন নিষ্ঠুর কাজ করতে পারে?