Home আন্তর্জাতিক উৎক্ষেপণের মিনিট খানেক পরেই বিপত্তি, ইসরোর একশ এক তম মিশনে ধাক্কা

উৎক্ষেপণের মিনিট খানেক পরেই বিপত্তি, ইসরোর একশ এক তম মিশনে ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক:

রবিবার ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠতে পারত। কিন্তু সব ঠিকঠাক শুরু হলেও শেষ রক্ষা হলো না। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একশ এক তম মহাকাশ মিশন, ধ্রুব উপগ্রহ উৎক্ষেপণ যান সি-একসট্রেষষ্টি (পি-এস-এল-ভি-সি-একসট্রেষষ্টি)-এর উৎক্ষেপণে ত্রুটি দেখা গেছে। এতে করে পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ-নয় (ইওএস-০৯), যেটিকে রাডার উপগ্রহ-একবি (আরআইস্যাট-১বি) নামেও ডাকা হয়, সেটিকে কক্ষপথে স্থাপন করার অভিযান আপাতত ব্যর্থ হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

রবিবার ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় ধ্রুব উপগ্রহ উৎক্ষেপণ যান সি-একসট্রেষষ্টি। শুরুর দিকে উৎক্ষেপণ স্বাভাবিক থাকলেও তৃতীয় ধাপে পৌঁছেই ধরা পড়ে বিপত্তি। ইসরোর একাধিক প্রযুক্তিবিদ জানিয়েছেন, দ্বিতীয় ধাপ পর্যন্ত কোনো সমস্যা ছিল না, কিন্তু তৃতীয় ধাপে এসে যান্ত্রিক জটিলতা তৈরি হয়।

ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন সরাসরি সম্প্রচারে বলেন, “আমরা সমস্যার প্রকৃত কারণ বিশ্লেষণ করছি। বিস্তারিত বিশ্লেষণের পর চূড়ান্ত ব্যাখ্যা দেওয়া হবে। আপাতত এটুকু বলা যায়, অভিযান পুরোপুরি সফল হয়নি।”

এবারের অভিযানে যে উপগ্রহটি উৎক্ষেপণ করা হচ্ছিল, তা ছিল পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ-০৯, যাকে রাডার উপগ্রহ-১বি নামেও ডাকা হয়। ১ হাজার ৭১০ কেজি ওজনের এই পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহটি ভারতের আবহাওয়া পূর্বাভাস, প্রাকৃতিক দুর্যোগে তৎপরতা এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল। দিন-রাত, যে কোনো আবহাওয়ায় কার্যকরভাবে পৃথিবীর স্পষ্ট ছবি পাঠাতে সক্ষম এই উপগ্রহের সফল উৎক্ষেপণ হলে ভারতের মহাকাশে পর্যবেক্ষণ শক্তি আরও এক ধাপ এগিয়ে যেত।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পর্যবেক্ষণ উপগ্রহ ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে আগাম সতর্কতা দিতে এর বড় ভূমিকা থাকার কথা ছিল।

ইসরোর মিশন বিশ্লেষক দল ইতিমধ্যেই উৎক্ষেপণ সংক্রান্ত সব তথ্য খতিয়ে দেখতে শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তৃতীয় ধাপের মোটরের জ্বালানি প্রবাহ বা প্রজ্বালন ব্যবস্থায় কোনো ত্রুটি ঘটেছে। তবে আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসা পর্যন্ত স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

এ ঘটনায় সাময়িক ধাক্কা খেলেও ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় স্থির রয়েছে। ইতোমধ্যে আগামী মাসে আরও দুটি নতুন উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।