বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল চেকপোস্ট থেকে আটক হয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম। মঙ্গলবার সকাল ১১টার দিকে পাসপোর্ট যাচাইয়ের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আটক শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ছিল B00073948। তিনি মৃত মইনউদ্দিনের ছেলে। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন, আগে থেকেই পুলিশ জানতে পেরেছিল তিনি ভারতে পালানোর চেষ্টা করবেন। সেই অনুসারে চেকপোস্টে বাড়তি নজরদারি ছিল।
তদন্তে বেরিয়ে এসেছে, শাহাবুদ্দিন আজমের নামে রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপালগঞ্জ সদর থানাতেও তার বিরুদ্ধে রয়েছে আরও একটি হত্যা মামলা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এসব মামলার বিষয়ে আইনি চাপ ও গ্রেপ্তার আতঙ্কে তিনি দেশত্যাগের চেষ্টা করছিলেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানিয়েছেন, ইমিগ্রেশনের মাধ্যমে আটক এই আসামিকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় যোগাযোগ সম্পন্ন হয়েছে।
জেলা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় পদে থেকেও তিনি বেশ কিছুদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে দলের ভিতরেও অসন্তোষ তৈরি হয়েছিল বলে জানা গেছে।