Home সারাদেশ ভালুকায় গলা কেটে দুই শিশুসন্তানসহ মাকে হত্যা

ভালুকায় গলা কেটে দুই শিশুসন্তানসহ মাকে হত্যা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায়  গলা কেটে  এক মা ও তার দুই শিশু সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে করা হয়েছে। রোববার (১৩ জুলাই) রাতের এক সময় ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

সোমবার সকালে বাড়ির দরজায় তালা লাগানো অবস্থায় ফিরে এসে স্তব্ধ হয়ে যান পরিবারের কর্তা রফিকুল ইসলাম। ঘরের ভেতরে ঢুকে যা দেখলেন, তা কোনো স্বাভাবিক মানুষের সহ্য করার মতো নয়। রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে আছে তার প্রিয় স্ত্রী ময়না বেগম (২৫), আদরের মেয়ে রাইসা (৭) ও ছোট্ট ছেলে নিরব (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় মাস আগে রফিকুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম মিলে ফাইয়ুম মিয়ার দুই রুমের একটি বাসা ভাড়া নেন। রফিকুল কাজ করতেন রাসেল মিলে, নজরুল চালাতেন ব্যাটারিচালিত অটোরিকশা।

প্রতিদিনের মতো রোববার সন্ধ্যায় রফিকুল কর্মস্থলে যান। সকালে ফিরে দেখতে পান, ঘরের বারান্দায় বাইরে থেকে তালা লাগানো। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন রফিকুল বাসার মালিককে ডাকেন। তালা ভেঙে ঘরে প্রবেশ করতেই স্তম্ভিত হয়ে পড়েন তিনি।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা দা ও রক্তমাখা চাদর জব্দ করে।

এই ঘটনার পর থেকেই রফিকের ভাই  নজরুল ইসলাম পলাতক রয়েছেন। পুলিশ বলছে, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে গাজীপুরে একটি হত্যা মামলা রয়েছে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সবাই বাকরুদ্ধ, স্তব্ধ।

কান্নাজড়িত কণ্ঠে রফিকুল ইসলাম বলেন,
‘আমি জানি না আমার স্ত্রী আর সন্তানদের কেন হত্যা করা হলো। আমি শুধু চাই, দোষী ব্যক্তির কঠোর বিচার হোক।’

এই নির্মম হত্যাকাণ্ডে শোকাহত পুরো এলাকা। তিনটি নিষ্পাপ প্রাণের এমন নির্মম পরিণতি কেবল একটি প্রশ্নই তুলে দেয়—মানবতার আর কতটা অবক্ষয় হলে এমন ঘটনা ঘটতে পারে?