Home সারাদেশ স্বামীর বঁটির কোপে নিভে গেল মিতুর জীবন

স্বামীর বঁটির কোপে নিভে গেল মিতুর জীবন

ভালোবাসার আশায় গড়া নতুন সংসার। আট মাস আগে যে ঘরে উঠেছিলেন স্বপ্নের নীড় বানাতে, সে ঘরেই এক রাতের মধ্যে রক্তাক্ত লাশ হয়ে পড়লেন মিতু আক্তার।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মুন্সিগঞ্জ: ভালোবাসার আশায় গড়া নতুন সংসার। আট মাস আগে যে ঘরে উঠেছিলেন স্বপ্নের নীড় বানাতে, সে ঘরেই এক রাতের মধ্যে রক্তাক্ত লাশ হয়ে পড়লেন মিতু আক্তার। পারিবারিক কলহ, মানসিক অস্থিরতা আর সহিংসতার ভয়াল রূপে মুন্সীগঞ্জের মিরকাদিমে ঘটে গেল এক মর্মান্তিক হত্যাকাণ্ড। নিজ ঘরে স্বামীর হাতে খুন হলেন স্ত্রী, আর সেই হত্যার কথা নিজেই জানাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন ঘাতক স্বামী।

সোমবার দিবাগত রাত তিনটার দিকে মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। এরপর ভোর পাঁচটার দিকে স্বামী সুমন শাহজাহান নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

নিহত মিতু আক্তার (২৮) মুন্সীগঞ্জের নৈয়দিঘীর পাথর গ্রামের মন্টু মিয়ার মেয়ে। তার আগের ঘরে তিনটি সন্তান রয়েছে। সুমনেরও এটি ছিল দ্বিতীয় বিয়ে। নতুন জীবনের শুরুর পর থেকেই শুরু হয় বিবাদের সূত্রপাত। প্রতিনিয়ত ঝগড়া, মানসিক নির্যাতন আর সন্দেহ-অবিশ্বাসে ভরপুর হয়ে ওঠে তাদের বৈবাহিক জীবন।

সাম্প্রতিক এক ঝগড়ার পর মিতু বাবার বাড়িতে চলে যান। সোমবার সুমনের বন্ধুরা মিতুকে ফিরিয়ে আনেন স্বামীর ঘরে। সেদিন রাতেই, বন্ধুদের সঙ্গে মদ্যপান করে মধ্যরাতে নিজের স্ত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েন সুমন। ধারালো বঁটি দিয়ে একের পর এক আঘাতে ক্ষতবিক্ষত করেন মিতুর গলা ও শরীর। নিশ্চিত করেন তার মৃত্যু।

প্রতিবেশীরা জানান, ঘটনার সময় বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই শব্দ শুনলেও ভয়ে কিছু বলতে সাহস পাননি। সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, ‘‘স্বামী সুমন নিজেই থানায় এসে জানায়, সে তার স্ত্রীকে হত্যা করেছে। তাকে আটক করা হয়েছে।’’

মিতুর বাবার কান্না থামছে না। চোখে জল মুছতে মুছতে তিনি বলেন, ‘‘মেয়ে আমার শান্তি চেয়েছিল। শেষমেশ খুঁজে পেল লাশ হয়ে।’’

এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি সমাজের অন্ধকার চিত্র—যেখানে ভালোবাসা ভেঙে পড়ে নৃশংসতার মুখে। মিতুর মৃত্যু আজ সমাজের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে প্রশ্ন ছুড়ে দেয়: কতটা অসহায় হয়ে উঠলে একজন স্ত্রী নিজের ঘরেই স্বামীর হাতে প্রাণ হারায়?