বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন শতাধিক নেতাকর্মী ওই এলাকায় জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন। এর আগে দুপুর ৩টার দিকে জুলাই মঞ্চের ২০-২৫ জন কর্মী ‘জাতীয় পার্টিসহ বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে হুলিয়া মিছিল’ ব্যানার নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনের রাস্তা হয়ে বিজয়নগর নাইটিঙ্গেল মোড়ে যান। সেখানে তারা ‘নূর ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন বিচার চাই’ স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদ বিক্ষোভ মিছিল বের করে। বিজয়নগর মোড় থেকে শুরু হওয়া মিছিল কাকরাইল-নয়াপল্টন হয়ে জাপা কার্যালয়ের সামনে পৌঁছালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ আহত হন। পরবর্তীতে উত্তেজিত নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে কার্যালয়ের সামনে জড়ো হন এবং আগুন দেওয়ার চেষ্টা করেন। এসময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে এক পুলিশ সদস্যের মাথায় ইট লেগে আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
এ ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে জরুরি সংবাদ সম্মেলন ডাকে গণঅধিকার পরিষদ। সম্মেলনস্থলে যাওয়ার পথে যৌথবাহিনীর সদস্যরা হঠাৎ ধাওয়া দিলে নুরুল হক নুরসহ নেতাকর্মীরা হামলার শিকার হন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের দেখতে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও হাসপাতালে গিয়ে খোঁজ নেন। শনিবার সকালে নুরুল হক নুরের খোঁজ-খবর নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
নুর ও তার সহকর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানিয়েছে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ঘটনাকে গণতন্ত্রবিরোধী আক্রমণ উল্লেখ করে অবিলম্বে দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে। এ ছাড়া জামায়াতে ইসলামীও ঘটনার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে।