বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ভারতে চিকিৎসা, শিক্ষা কিংবা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? তবে প্রস্তুতি নিতে হবে বাড়তি খরচের জন্য। বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) আগামী ১০ আগস্ট থেকে ভিসা প্রসেসিং ফি বাড়িয়ে এক হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে। বর্তমানে এই ফি ৮০০ টাকা।
বুধবার এক বিজ্ঞপ্তিতে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) জানায়, বিগত বছরগুলোর তুলনায় উপকরণ, অবকাঠামো এবং পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের পর এই প্রথম ভিসা প্রসেসিং ফি বাড়ানো হলো। নতুন নির্ধারিত এই ১ হাজার ৫০০ টাকা ফি মূলত আইভ্যাক কর্তৃক আরোপিত সার্ভিস চার্জ, যা ভিসা আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যবহার হয়।
তবে এ নিয়ে কোনো বিভ্রান্তি না থাকুক বাংলাদেশিদের জন্য ভারতীয় সরকার এখনো কোনো সরকারি ভিসা ফি নিচ্ছে না। অর্থাৎ, ভারতীয় ভিসা আগের মতোই বিনামূল্যে থাকবে। পরিবর্তন কেবলমাত্র আবেদন প্রক্রিয়ার খরচে।
আইভ্যাক জানায়, সেবার মান উন্নয়ন, অবকাঠামো হালনাগাদ এবং প্রক্রিয়ার গতি বৃদ্ধির জন্য এই বাড়তি চার্জ জরুরি হয়ে পড়েছে। আবেদনকারীদের এই খরচ মেনে নিয়েই সুবিধাজনক ও উন্নত সেবার সুবিধা নিতে হবে।
ভারতের ১৫টি ভিসা আবেদন কেন্দ্র রয়েছে বাংলাদেশে। প্রতিদিন অসংখ্য মানুষ মেডিকেল, ট্যুরিস্ট, বিজনেসসহ বিভিন্ন কারণে আবেদন করেন এসব কেন্দ্রে। নতুন ফি কার্যকর হলে এই ভিসা সেবার আর্থিক ধাক্কা সরাসরি পড়বে সাধারণ আবেদনকারীদের ওপর।
📢 আপনি কি নিয়মিত ভারত সফরে যান বা ভিসা আবেদন করতে যাচ্ছেন? তাহলে এই তথ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ। প্রতিবেদনটি শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সঙ্গে, যাতে সবাই সময়মতো প্রস্তুতি নিতে পারে।










