Home আন্তর্জাতিক মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তে ৫.৩ মাত্রার ভূমিকম্প

বিজনেসটুডে২৪ ডেস্ক: মিয়ানমার ও থাইল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই কম্পন ধরা পড়ে। ভূমিকম্পটির উৎসস্থল ছিল মিয়ানমারের দাওয়ে অঞ্চলে। বাংলাদেশ থেকে কেন্দ্রস্থলটির দূরত্ব প্রায় ২৬৭ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভূমির প্রায় ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। প্রথমিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবাসংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে।

এদিকে সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশ ও মিয়ানমারে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে। গত শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয় এবং শতাধিক মানুষ আহত হন। এর পরদিন আবারও দেশে তিন দফায় মৃদু কম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শনিবার মিয়ানমারেও অন্তত তিন দফা ভূমিকম্প হয়েছে। বাংলাদেশ সময় সকাল ৬টা ৪১ মিনিট ও ৭টা ১৯ মিনিটে দুটি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এগুলোর মাত্রা ছিল ৩ দশমিক ৫ ও ৩ দশমিক ৭। এরপর রাত ১১টা ১ মিনিটে আরও একটি ৩ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প ঘটে। এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, মিয়ানমার–বাংলাদেশ অঞ্চলটি সক্রিয় ফল্ট লাইনের ওপর থাকায় মাঝেমধ্যেই মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্প ভূ-অভ্যন্তরে চাপ সঞ্চয়ের ইঙ্গিত দিচ্ছে কি না, তা যাচাইয়ে পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশ ও মিয়ানমারের ভূকম্পন গবেষণা সংস্থাগুলো সমন্বিত কাজ করছে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে।