মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর): খানসামায় ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫। রোববার সকাল ২৫ মে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান সরকার। সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা জোৎস্না আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা এস. এম. মঞ্জুরুল কাদের এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শাখাওয়াতুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সহকারী ও উপ-সহকারী ভূমি কর্মকর্তারা।
ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) জানান, ২৫ থেকে ২৭ মে পর্যন্ত চলবে এই মেলা। এতে সেবা প্রত্যাশীরা সরাসরি উপস্থিত হয়ে বিভিন্ন ডিজিটাল ও মাঠপর্যায়ের ভূমি সংক্রান্ত সেবা নিতে পারবেন। মেলায় ই-নামজারি আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খাস জমি বন্দোবস্ত আবেদন, এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি লিজ নবায়ন, অনলাইন খতিয়ান সরবরাহ, ডাক বিভাগের মাধ্যমে মৌজা ম্যাপ বিতরণ, জরিপভিত্তিক সেবা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এছাড়াও, সেবা প্রত্যাশীদের প্রশ্নের উত্তর দেওয়া ও নাগরিক সনদ অনুযায়ী সেবা প্রদান নিশ্চিত করতে নির্ধারিত কর্মকর্তা নিয়োজিত থাকবেন বলে জানান তিনি।
আপনার এলাকায় এমন ভূমি মেলা হচ্ছে কি না জানিয়ে কমেন্ট করুন—আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ!