Home রাজনীতি কুষ্টিয়া পৌর বিএনপির ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভ

কুষ্টিয়া পৌর বিএনপির ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কোর্টপাড়া এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে একাংশ নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করে ভোট কারচুপির অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি জানান।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা কাফনের কাপড় গায়ে জড়িয়ে কার্যালয়টির সামনে শুয়ে পড়েন এবং বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন। তারা জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনেরও দাবি জানান।

বিক্ষোভের নেতৃত্ব দেন দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার। তিনি জানান, ‘গত শুক্রবার কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন হয়। কিন্তু ভোটের ফলাফল নিয়ে আমরা ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ করছি। আমরা জেলা নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান দাবি করেছি। যদি এই সময়ের মধ্যে সুষ্ঠু ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কঠোর কর্মসূচি, হরতাল ও অবরোধের মতো পদক্ষেপ নিতে বাধ্য হব।’

জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কাজল মাজমাদারের অভিযোগের কোনো ভিত্তি নেই। ভোটের ফলাফল গণনা করে পুনরায় যাচাই করা হয়েছে। এখন আবার কেন এই অসন্তোষ, তা বোঝা যাচ্ছে না। এটি একটি পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা।’

গত শুক্রবার বিকালে কুষ্টিয়া সরকারি কলেজ চত্বরে সম্মেলনের মাধ্যমে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছিল। তবে পরাজিত প্রার্থী কাজল মাজমাদার ও তার সমর্থকরা ফলাফল মেনে নিতে নারাজ। এই অবস্থায় দলের অভ্যন্তরীণ মতপার্থক্য ও সংঘর্ষ পরিস্থিতি উত্তেজিত করে তুলেছে।

এ সময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা নিজেদের অবস্থান স্পষ্ট করে দলের অভ্যন্তরীণ ঐক্য বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। তবে যারা অভিযোগ করেছেন তারা কঠোর অবস্থান নিয়েছেন।

কুষ্টিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের দলে মতবিরোধ ও লড়াই নতুন নয়, তবে এটি দলের অভ্যন্তরীণ ক্ষমতা ভাগাভাগির লড়াইয়ের প্রতিফলন। দলকে এককভাবে সুসংগঠিত করতে হলে এই ধরনের মতবিরোধ দ্রুত মীমাংসার প্রয়োজন।