Home বিনোদন মধুমিতা-দেবমাল্যের বিয়ে ডিসেম্বরেই? টলিপাড়ায় জোর গুঞ্জন!

মধুমিতা-দেবমাল্যের বিয়ে ডিসেম্বরেই? টলিপাড়ায় জোর গুঞ্জন!

বিনোদন ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার আবারও নতুন জীবনের পথে হাঁটতে চলেছেন বলে জোর গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে, চলতি বছরের শেষ মাসেই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। যদিও এখনো পর্যন্ত মধুমিতা বা দেবমাল্য কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি, তবে তাঁদের ঘনিষ্ঠ মহলের দাবি, বিয়ের দিনক্ষণ থেকে শুরু করে সাজসজ্জা, সবকিছুই নাকি চূড়ান্ত।

জানা যাচ্ছে, আগামী ৫ ডিসেম্বর কলকাতাতেই শুভ পরিণয় সম্পন্ন হবে। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বৌভাত। পাত্র দেবমাল্য পেশায় একজন ইঞ্জিনিয়ার, এবং সোশ্যাল মিডিয়ায় তাঁরা মাঝেমধ্যেই একসঙ্গে দেখা দেন। গত বছর অক্টোবরে দেবমাল্যের সঙ্গে একটি ছবি পোস্ট করে মধুমিতা লিখেছিলেন, ‘নতুন শুরু।’ সেই থেকেই জল্পনার সূত্রপাত।

বেশ কয়েকটি সাক্ষাৎকারে আগেই মধুমিতা জানিয়ে দিয়েছিলেন, “বিয়ে করব নিশ্চয়ই, তবে এখন নিজেকে সময় দিতে চাই।” তবে এবার মনে হচ্ছে, তিনি নিজের সেই সময়টুকু নিয়েই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে প্রস্তুত।

উল্লেখ্য, এটি হবে মধুমিতার দ্বিতীয় বিয়ে। প্রথমবার তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে। খুব অল্প বয়সেই সেই বিয়ে হয়, তবে ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। সেই সম্পর্কের ইতি টানার পরই মধুমিতা নিজের কেরিয়ারকে নতুন করে গড়ে তোলেন। একের পর এক সিরিয়াল ও সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেন।

এই মুহূর্তে যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অনেকেই চাইছেন প্রিয় অভিনেত্রীর মুখে শুনে নিতে সুখবরটি।


📢 আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না!
👇👇

❤️ এই খবরে খুশি? লাইক দিন!
🔁 বন্ধুরা যাতে মিস না করে, শেয়ার করুন এখনই!
💬 আপনি কী ভাবছেন মধুমিতার নতুন জীবনের শুরু নিয়ে? কমেন্ট করে জানাতে ভুলবেন না!