Home Third Lead মেঘনার জোয়ারে ভেসে গেল মনপুরার চরাঞ্চল

মেঘনার জোয়ারে ভেসে গেল মনপুরার চরাঞ্চল

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ভোলা: ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে মেঘনা নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে ভয়াবহ জোয়ারে ভোলার মনপুরা উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী এলাকায় একটি বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এর ফলে নাগাদ অন্তত দশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

উপজেলার বেশ কয়েকটি এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, বুধবার রাত থেকে টানা ভারী বর্ষণ ও ধমকা হাওয়ায় উপকূলজুড়ে আতঙ্ক বিরাজ করছে। মেঘনার পানি ৫ থেকে ৭ ফুট উচ্চতায় উঠেছে, যা বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে চরম আকার ধারণ করে। ফলে উপজেলাজুড়ে নেমে আসে জলাবদ্ধতার দুর্যোগ।

প্লাবনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হলো বেড়িবাঁধহীন চরকলাতলী ও চরনিজাম। পুরো এলাকা পানিতে ডুবে গেছে। এসব এলাকায় অনেক গবাদিপশু মারা গেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক। তিনি জানান, “চরকলাতী ও চরনিজামে পানির উচ্চতা অনেক বেশি। সেখানে গরু ও ছাগল ভেসে গেছে।  দুর্গত এলাকায় শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং স্থানীয় মেম্বারদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেয়া হয়েছে ।”

উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট, চরমরিয়ম, সোনারচর ও চরযতিন গ্রামের নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। একইভাবে ১ নম্বর মনপুরা ইউনিয়নের লঞ্চঘাট এলাকা, আন্দিরপাড় গ্রাম ও কাউয়ারটেকেও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা জানিয়েছেন, “মেঘনার পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।”

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে পর্যাপ্ত বাঁধ নির্মাণ ও মেরামত না হওয়ায় মনপুরার অনেক এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে চরাঞ্চলগুলো বর্ষা ও ঘূর্ণিঝড়ের সময় প্রায়শই প্লাবিত হয়।

 প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ শুরু হয়েছে। তবে পানিবন্দি মানুষের দুর্ভোগ কমেনি। স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা জরুরি বলে দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

📲 আপডেট পেতে চোখ রাখুন – ঘূর্ণিঝড় ‘শক্তি’ ও মনপুরার পরিস্থিতির আরও সর্বশেষ সংবাদ পেতে নিয়মিত ভিজিট করুন: www.businesstoday24.com

🤝 সহযোগিতার হাত বাড়ান, মনপুরা আবার ঘুরে দাঁড়াক।