বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ‘মব জাস্টিসে’র শিকার হয়ে নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত নাঈম কিবরিয়া পাবনা সদর উপজেলার গোলাম কিবরিয়ার ছেলে। তিনি পাবনা জেলা জজ আদালতের তালিকাভুক্ত আইনজীবী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে নাঈম কিবরিয়া নিজে প্রাইভেটকার চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি মোটরসাইকেলের সাথে তার গাড়ির সামান্য ধাক্কা লাগে। এর জের ধরে মোটরসাইকেল আরোহী ও স্থানীয় কিছু উত্তেজিত জনতা তাকে গাড়ি থেকে নামিয়ে বেদম মারধর করে এবং তার গাড়িটি ভাঙচুর করে।
গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “নাঈম নির্মম মব সন্ত্রাসের শিকার হয়েছে। সামান্য একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে মানুষ কতটা হিংস্র হতে পারে তা ভাবা যায় না। তারা শুধু তাকে পিটিয়ে মেরেই ফেলেনি, তার গাড়িটিও গুঁড়িয়ে দিয়েছে।”
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগার পর একদল লোক তাকে পিটিয়ে আহত করে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
আইনজীবীকে পিটিয়ে হত্যার এই ঘটনায় পাবনা ও ঢাকার আইনি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের সহকর্মীরা।