বিজনেসটুডে২৪ প্রতিনিধি,সুনামগঞ্জ: টাঙ্গুয়ার হাওরে একটি পর্যটকবাহী হাউসবোট জোরপূর্বক দখলের অভিযোগে মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনুকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কেন তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে।
বিএনপির জেলা আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন এবং সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট মো. আব্দুল হক গত মঙ্গলবার স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
অভিযোগ রয়েছে, বেনু দীর্ঘদিন ধরে হাওরে একটি হাউসবোট দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। হাউসবোটের কেয়ারটেকারকে নানা কৌশলে সরিয়ে দিয়ে থানায় ডেকে এনে তার নিয়ন্ত্রণে থাকা বোটটি জোরপূর্বক দখল করেন বেনু। এরপর বোটটির নাম পরিবর্তন করে পরিচালনাও শুরু করেন তিনি।
এ সংক্রান্ত একটি কথোপকথনের অডিও রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। হাউসবোটের প্রকৃত মালিক বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, হাউসবোটটি শুরুতে এক কেয়ারটেকারের মাধ্যমে পরিচালিত হতো। পরে দায়িত্ব পরিবর্তনের সময় থেকেই বেনু নানা ভাবে হস্তক্ষেপ করতে থাকেন।
অভিযুক্ত বেনু বলেন, ‘আমি মূলত মাতব্বর হিসেবে বোটটির দেখভাল করতাম। এখন সেটি ফেরত দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’
এ বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিবুর রহমান বলেন, ‘ঘটনাটি আমার আগের সময়কার। আমাকে কেউ বিষয়টি অবগত করেনি।’
জেলা বিএনপি নোটিশে উল্লেখ করে, “হাউসবোট দখলের ঘটনায় আপনাকে জড়িত করা হয়েছে, যা দলীয় ভাবমূর্তির জন্য ক্ষতিকর। তাই দলীয় শৃঙ্খলা রক্ষায় আপনার পদ সাময়িকভাবে স্থগিত করা হলো এবং লিখিত ব্যাখ্যা চাওয়া হচ্ছে।”
এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দলের ভেতরেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে।