Home সারাদেশ টঙ্গীতে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত পুরুষের মরদেহ

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে অজ্ঞাত পুরুষের মরদেহ

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গাজীপুর: টঙ্গী পূর্ব থানা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি স্টেশন রোডের হাজীর বিরিয়ানির সামনে ঘটে, যা মুহূর্তেই এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয়রা জানায়, রাস্তার ধারে ফেলে রাখা বড় একটি ট্রাভেল ব্যাগ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ খুলে ভিতরে মরদেহ দেখতে পায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত কেউ মরদেহটি ওই স্থানে ফেলে গেছে। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে, তবে কোনো ধরনের পরিচয়পত্র বা ব্যক্তিগত নথি ব্যাগের ভেতর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, এই এলাকায় আগে এমন ঘটনা ঘটেনি, ফলে তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পুলিশ বলছে, সব দিক বিবেচনা করে তদন্ত চালানো হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।