Home Second Lead খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ: রেল যোগাযোগ বন্ধ

খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ: রেল যোগাযোগ বন্ধ

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খুলনা: খুলনায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহানন্দা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে এবং একজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের পর থেকে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খান জানান, “চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস খুলনার দিকে আসছিল। ট্রেনটি আফিলগেট এলাকায় পৌঁছালে একটি ট্রাক রেললাইনের ওপর উঠে যায়। এ সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়।” তিনি জানান, গেটম্যান ওহেদুল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

অন্যদিকে খানজাহান আলী থানার ওসি কবির হোসেন বলেন, “ট্রাকটি রেললাইনের ওপর উঠলে তার স্টার্ট বন্ধ হয়ে যায়। ট্রেন এসে ধাক্কা দিলে ট্রাকটিকে টেনে নিয়ে যায় এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অনেক যাত্রী আহত হন। একজন বয়স্ক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মৃত্যুর গুজব শোনা গেলেও এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।”

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, দুর্ঘটনার পরপরই একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা থাকা সুন্দরবন এক্সপ্রেস সাময়িকভাবে বিলম্বিত হয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অনেকেই গেটম্যানের দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন। রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল পদক্ষেপের দাবি উঠেছে।