Home সারাদেশ যশোরে নারী মাদক কারবারি বিজরী বিথি আটক

যশোরে নারী মাদক কারবারি বিজরী বিথি আটক

বিজরী
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, যশোর: যশোরের রেলগেট এলাকার আলোচিত নারী মাদক কারবারি বিজরী সুলতানা বিথিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রেলগেট মাইক্রোস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক বিজরী সুলতানা বিথি রেলগেট রায়পাড়া এলাকার জাহাঙ্গীরের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গোপন সংবাদে জানা যায় যে, এক নারী মাদকসহ অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানের সময় বিথির হাতে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি একজন ‘আলোচিত’ মাদক কারবারি হিসেবে পরিচিত।