Home বিনোদন ট্যাটুর জায়গায় সেলাই, কাঁধে মারাত্মক চোট মাধুরিমার

ট্যাটুর জায়গায় সেলাই, কাঁধে মারাত্মক চোট মাধুরিমার

মাধুরিমা চক্রবর্তী

বিনোদন ডেস্ক:

কলকাতা: জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী ফের একবার দুর্ঘটনার কবলে পড়েছেন। এ বার আঘাত পেয়েছেন বাঁ কাঁধে, যেখানে তাঁর একটি ট্যাটু রয়েছে। ক্ষতটি ট্যাটুর ঠিক ওপরেই হওয়ায় প্রথমে বিষয়টি বুঝতে পারেননি অভিনেত্রী নিজেও। পরে হাসপাতালে গিয়ে জানা যায়, ক্ষত গভীর এবং আবারও সেলাই পড়েছে।

গত বছরের জানুয়ারিতেও বাঁ হাতে গুরুতর আঘাত পেয়েছিলেন মাধুরিমা। সে সময়েও সেলাই পড়েছিল এবং সেই অবস্থায়ও তিনি ধারাবাহিক ‘বঁধুয়া’র শুটিং চালিয়ে গিয়েছিলেন। এবার তিনি অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে। তবে বর্তমান পরিস্থিতিতে শুটিং থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি।

যোগাযোগ করা হলে মাধুরিমা বলেন, “আবারও দুর্ঘটনা। বাঁ কাঁধে আমার একটি ট্যাটু আছে, তার ওপরেই আঘাত লেগেছে। অনেকটা ফুলে গিয়েছে, হাত নাড়াতে কষ্ট হচ্ছে।”

একই হাতের উপর দু’বার আঘাত পাওয়ায় মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন অভিনেত্রী। তিনি জানান, “পর পর একই জায়গায় আঘাত পাওয়ায় এবার একটু মানসিক বিপর্যয় অনুভব করছি। মনের জোর যেন খানিকটা টলে গিয়েছে। তাই আপাতত নিজেকে শুটিং থেকে দূরে রেখেছি।”

তবে মাধুরিমা আশাবাদী, কয়েকদিন বিশ্রামেই তিনি আবার আগের মতো কাজে ফিরতে পারবেন।

ছোট পর্দার পরিশ্রমী এই অভিনেত্রীর পরপর আঘাত পাওয়ার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর সহকর্মী ও ভক্তরা। দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।

অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী একজন প্রশিক্ষিত ভরতনাট্যম শিল্পী। তিনি মাত্র ৩ বছর বয়সে নৃত্যচর্চা শুরু করেন এবং পরে অভিনয় জগতে প্রবেশ করেন। তিনি কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভরতনাট্যমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং বিশ্ববিদ্যালয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান। ২০০৯ সালে তিনি ভরতনাট্যমে জাতীয় প্রতিভা পরীক্ষায় স্বর্ণপদক লাভ করেন এবং সংস্কৃতি মন্ত্রকের জাতীয় বৃত্তি অর্জন করেন। তিনি দূরদর্শন কলকাতায় মহালয়ার অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় অভিনয় করেন এবং ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেপালসহ বিভিন্ন দেশে পারফর্ম করেছেন