Home কক্সবাজার টেকনাফে মানবপাচারকারীর আস্তানা থেকে ৮৪ জন উদ্ধার

টেকনাফে মানবপাচারকারীর আস্তানা থেকে ৮৪ জন উদ্ধার

মানবপাচারকারীর আস্তানা থেকে উদ্ধার হওয়া কয়েক জন। ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে মালয়েশিয়াগামী ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং পাচারচক্রের তিন সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার দুপুরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক পাচারকারীরা হলেন টেকনাফের বাহারছড়া এলাকার আব্দুল্লাহ (২১), সাইফুল ইসলাম (২০) ও ইব্রাহিম (২০)।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়ের গভীরে একযোগে তিনটি আস্তানায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল সংখ্যক ভুক্তভোগীকে পাচারের হাত থেকে উদ্ধার করা হয়। অভিযানে একটি ওয়ান শুটার গান, একনলা বন্দুক, বিদেশি পিস্তল, দেশীয় ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, পাচারকারীরা স্থানীয় দালালের পাশাপাশি আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থেকে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মানবপাচার রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।