Home First Lead টেকনাফে গহীন পাহাড়ের আস্তানা থেকে ৩৮ শিশু নারী-পুরুষ উদ্ধার

টেকনাফে গহীন পাহাড়ের আস্তানা থেকে ৩৮ শিশু নারী-পুরুষ উদ্ধার

গহীন পাহাড় থেকে উদ্ধারকৃতরা। ছবি: সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার:  টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে ৩৮ জনকে মানবপাচারের উদ্দেশ্যে আটক রাখার অভিযোগে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে ১৮ নারী, ১২ পুরুষ এবং ৮ শিশু। এ ঘটনায় দুই জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) গভীর রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাচারকারীদের আস্তানা থেকে ভুক্তভোগীদের মুক্তি দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাচারকারীরা তাদের শিকারদের মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। পাশাপাশি মুক্তিপণ আদায় ও নির্যাতনের উদ্দেশ্যে তাদের আটক রাখত।

কোস্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, “মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি জানান, আটক দুই পাচারকারী এবং উদ্ধারকৃতদের বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখযোগ্য, এর আগেও নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ টেকনাফের বাহারছড়া ও কচ্ছপিয়ার পাহাড়ি এলাকায় একাধিক অভিযান চালিয়ে মানবপাচারকারীদের বন্দিশালা থেকে মানুষদের উদ্ধার করেছে।