বিজনেসটুডে২৪ প্রতিনিধি, খানসামা ( দিনাজপুর): সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঘোষিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ সিদ্ধান্তের প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলায় মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির উপজেলা শাখা।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১টায় খানসামা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন এই মানববন্ধনে। পরে দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ও উপজেলা শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, “সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিয়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিশুদের বঞ্চিত করা হয়েছে। এটি চরম বৈষম্য ও সংবিধানবিরোধী। প্রয়োজনে রক্ত দিয়ে হলেও শিক্ষার্থীদের অধিকার আদায় করব।”
শিক্ষার্থীরাও স্মারকলিপি প্রদানের সময় বলেন, “আমরা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। শিক্ষা ও মেধা যাচাইয়ের অধিকার আমাদেরও আছে। এই বৈষম্য মেনে নেওয়া যায় না।”
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।
প্রসঙ্গত, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কেবলমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরাই অংশ নিতে পারবে। এতে কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাদ পড়েছেন।