বিজনেসটুডে২৪ প্রতিনিধি,যশোর: বেনাপোল সীমান্তে মানবিকতায় নজির স্থাপন করেছে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা জব্বার মণ্ডলের (৭৫) লাশ দেখার সুযোগ পান বাংলাদেশে থাকা তার মেয়ে মিতু মণ্ডল (৩৮) ও পরিবারের অন্যান্য স্বজনরা।
জানা গেছে, জব্বার মণ্ডল মঙ্গলবার ইন্তেকাল করেন। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাঁশঘাটা গ্রামের বাসিন্দা ছিলেন। তার মেয়ে মিতু মণ্ডলের শ্বশুরবাড়ি বাংলাদেশের খুলনার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানা এলাকার পোড়াবাড়ী গ্রামে। মিতু ও তার পরিবারের পক্ষ থেকে বাবাকে শেষবারের মতো দেখার জন্য বিজিবি ও বিএসএফের কাছে মানবিক আবেদন করা হয়।
এতে সাড়া দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী গতকাল দুপুরে বেনাপোল সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের আয়োজন করে। বৈঠকের মাধ্যমে মিতু মণ্ডল ও তার স্বজনরা ভারতীয় নাগরিক বাবার লাশ দেখতে পান।
যশোর বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “এটি সম্পূর্ণ মানবিক প্রক্রিয়া ছিল। পতাকা বৈঠকের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি যে, সীমান্ত অতিক্রম না করেও মিতু মণ্ডল ও তার পরিবারের সদস্যরা তাদের বাবাকে শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন।”
তিনি আরও বলেন, “বিজিবি সব সময় মানবিক দায়িত্ব পালন করে। দুই দেশের সম্পর্ক ও মানুষের অনুভূতির প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল।”
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকার এই ধরনের মানবিক উদ্যোগ দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে। মিতু মণ্ডলও সীমান্তে বাবার লাশ দেখার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এ ঘটনা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সীমান্তের কঠোর নিয়মের মধ্যেও দুই দেশের বাহিনীর সহযোগিতা ও সহমর্মিতা মানুষের জন্য আশার আলো জ্বালিয়েছে।