বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: এক বছর আগে আজকের এই দিনে, গণবিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। সেই ঘটনার স্মরণে আজ ৫ আগস্ট সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েত হতে থাকেন হাজারো মানুষ।
বিরূপ আবহাওয়া উপেক্ষা করে সকালের দিকেই সেখানে জড়ো হন রাজধানী ও আশপাশের জেলা থেকে আসা নানা বয়সী নাগরিকরা। তারা উদযাপন করতে এসেছেন সেই ‘ঐতিহাসিক মুহূর্ত’, যেদিন ক্ষমতার পতন ঘটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা যায় অনেকের হাতে হেলিকপ্টার আকৃতির গ্যাস বেলুন, জাতীয় পতাকা ও প্রতিবাদী প্ল্যাকার্ড।
দুপুর ২টার পর থেকেই জনতার দৃষ্টি আটকে যায় ঘড়ির কাঁটার দিকে। সবাই অপেক্ষা করতে থাকেন— কখন বাজবে ২টা ২৫ মিনিট। সময় মিলতেই আকাশমুখী কণ্ঠে ধ্বনিত হয়: “পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে!” শ্লোগানের সেই ধারা চলে টানা কয়েক মিনিট ধরে।
জয়পুরহাট থেকে আগত বেসরকারি চাকরিজীবী মশিউর রহমান বিজনেসটুডে২৪-কে বলেন, “গতবছর আমরা টিভিতে দেখেছি কীভাবে মানুষ বৃষ্টি-গরম উপেক্ষা করে রাস্তায় নেমেছিল। তখন মনে হয়েছিল, আমিও যদি থাকতে পারতাম! এবার আর মিস করিনি।”
নারায়ণগঞ্জ থেকে আসা গার্মেন্টস কর্মী লিপি আক্তার বলেন, “এখনো বিশ্বাস করতে কষ্ট হয়, সেই দিনটা এক বছর হয়ে গেছে। আজকের এই উদযাপন দেখে মনে হচ্ছে আমরা সত্যিই নতুন একটা অধ্যায়ে পা দিয়েছি।”
দিনব্যাপী এই আয়োজন শুরু হয় দুপুর ১২টায় । যদিও শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। প্রথম পরিবেশনায় শিল্পীরা গেয়ে শোনান ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা গান— ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’।
এরপর একে একে মঞ্চে আসেন দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ব্যান্ড ও একক শিল্পীরা। বিকেলে পাঠ করা হয় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’। আয়োজনের এক পর্যায়ে ড্রোন প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা হয় বিশেষ নাট্যচিত্র। ধর্মীয় বিরতি শেষে অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।