নওগাঁ থেকে হাবিবুর রহমান (হাবিব): মান্দায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই অবস্থান করছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেই সকাল থেকে সেনাবাহিনী পুলিশ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ ইউএনও আব্দুল হালিমকে মাঠে টহল দিতে দেখা যায়।
আগে থেকেই লকডাউন সর্বাত্মক করতে প্রচার প্রচারণা চালিয়েছে মান্দা উপজেলা প্রশাসন।
ইউএনও আব্দুল হালিম বলেন, বৃষ্টির মধ্যেই সকাল থেকেই সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন সর্বাত্মক করতে সেনাবাহিনী ও পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছি।
সেই সাথে বিভিন্ন মাধ্যমে মানুষকে ঘরে থাকার ম্যাসেজ দিচ্ছি আমরা। দিনব্যাপী এ টহল অব্যাহত থাকবে।