গ্রেফতার হওয়া সামাদ মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের আকিব আলীর ছেলে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মোট ৬টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভারতগামী যাত্রী হিসেবে সামাদ পাসপোর্ট জমা দেন ইমিগ্রেশনে। তখন তার নামে অনলাইনে ‘স্টপ লিস্ট’ থাকার বিষয়টি ধরা পড়ে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং মৌলভীবাজার থানায় একাধিক মামলার তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, “আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক এই নেতা ভারতে পালাতে পারেন। সে অনুযায়ী সব কর্মকর্তাকে সতর্ক করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে সামাদ ইমিগ্রেশনে এসে পাসপোর্টে সিল দেওয়ার আবেদন করেন। তখন তার নাম স্টপ লিস্টে থাকায় আমরা জিজ্ঞাসাবাদ শুরু করি এবং পরে তাকে গ্রেফতার করি।”
এদিকে বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া জানান, “ইমিগ্রেশনের মাধ্যমে আটক আব্দুস সামাদ আজাদকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মৌলভীবাজার থানায় একাধিক মামলা থাকায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে সেখানে পাঠানো হবে।”