Home আন্তর্জাতিক বিদেশিদের ৩০দিন সময় দিয়ে ‍হুঙ্কার মার্কিন প্রশাসনের

বিদেশিদের ৩০দিন সময় দিয়ে ‍হুঙ্কার মার্কিন প্রশাসনের

বিজনেসটুডে২৪ ডেস্ক: বিদেশি নাগরিকদের ব্যাপারে অভিবাসন নীতিতে আরও কঠোর ট্রাম্প প্রশাসন।  এ ব্যপারে শনিবার আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি একটি নির্দেশিকা জারি করেছে।

নির্দেশিকায় জানানো হয়েছে যে, কোনও বিদেশি নাগরিক আমেরিকায় ৩০ দিনের বেশি থাকলে, তাকে প্রশাসনের কাছে এসে সেই মেয়াদ বাড়ানোর জন্য রেজিস্টার করে যেতে হবে। যদি কেউ তা না করেন, তবে তার বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড হতে পারে।

নির্দেশিকা অনুসারে, কোনও বিদেশি নাগরিক বিনা রেজিস্ট্রেশনে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে যতদিন থাকবেন প্রতি দিন ৯৯৮ ডলার করে জরিমানা হবে। এমনকি, ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েও তিনি যদি না যান, সেক্ষেত্রেও সর্বোচ্চ পাঁচ হাজার ডলার  অবধি জরিমানা ও জেলযাত্রা হতে পারে।

শাস্তির কথা নিজেদের এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করে জানিয়েছে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি। সেখানে রয়েছে, অবৈধ অভিবাসীদের উদ্দেশে প্রেসিডেন্টের কড়া বার্তা, এখনই দেশ ছাড়ুন এবং স্বেচ্ছায় ফিরে যান।

 

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের আমেরিকা ছাড়া করতে যেন মরিয়া। ইতিমধ্যে দফায় দফায় আমেরিকা থেকে  বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের তাড়িয়েছেন তিনি। সেনা বিমানে করে ফিরিয়ে দিয়েছেন দেশে।

মার্কিন মুলুকে সংগঠিত অপরাধের জন্য তিনি অভিবাসীদেরই দায়ী করছেন। ফলে দেশকে অপরাধ-মুক্ত করতে অবৈধ অভিবাসী তাড়ানোর কাজে ব্রতী ডোনান্ড ট্রাম্প।