Home আন্তর্জাতিক ভিয়েতনাম সফর বাতিল, মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী

ভিয়েতনাম সফর বাতিল, মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরী

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়া ত্যাগ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী ‘ইউএসএস নিমিটজ’। ১৬ জুন দুপুরে যুদ্ধজাহাজটি মালাক্কা প্রণালী অতিক্রম করে ভারত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মেরিন ট্রাফিক নামের একটি জাহাজ-পর্যবেক্ষণ সংস্থা।

এই রণতরীর ভিয়েতনাম সফরের কথা থাকলেও সেটি হঠাৎ বাতিল করা হয়েছে। ১৯ থেকে ২৩ জুন পর্যন্ত ডানাং বন্দরে অবস্থান এবং ২০ জুন একটি আনুষ্ঠানিক সংবর্ধনার পরিকল্পনা থাকলেও, তা বাতিলের কথা নিশ্চিত করেছে ভিয়েতনামের এক সরকারি কর্মকর্তা। ওই কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, “হঠাৎ উদ্ভূত একটি সামরিক প্রয়োজনের” কারণে এই সফর বাতিল করা হচ্ছে।

ওয়াশিংটনের দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এই রণতরীকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদার করতে। বিশেষ করে ইসরায়েল ও ইরানের চলমান আকাশযুদ্ধের প্রেক্ষাপটে এটি একটি কৌশলগত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলের বিমান হামলায় ইতিমধ্যে ইরানের ২২৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান, যাদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক। এর জবাবে ইরানও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। তেহরানের হুঁশিয়ারি—আগামী দিনে আরও “টার্গেটেড ও বিধ্বংসী” হামলা হবে।

১৬ জুন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় তেলআবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ অবস্থায় ইউএসএস নিমিটজের মধ্যপ্রাচ্যে অগ্রসর হওয়া পরিস্থিতির উত্তেজনা আরও বাড়াবে কিনা, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়িয়ে কেবল তৎপরতা পর্যবেক্ষণেই নয়, প্রয়োজনে হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

📣 আপনার মতামত কী?
যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস নিমিটজের মধ্যপ্রাচ্যে মোতায়েন কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আপনি? ইরান-ইসরায়েল সংঘাত কি আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে?

📝 নিচে মন্তব্য করে জানান আপনার মতামত।