বিজনেসটুডে২৪ ডেস্ক: কানাডার রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত! টানা চতুর্থবারের মতো কেন্দ্রে ক্ষমতায় ফিরতে চলেছে লিবারেল পার্টি। দলের হাল ধরে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগোচ্ছেন নতুন নেতা মার্ক কার্নি।
সোমবার রাতে প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ৩৪৩ আসনের অধিকাংশেই লিবারেল পার্টি জয়ী হয়েছে। তবে দলটি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ফলে জোট সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভোটের আগে ধারণা করা হচ্ছিল, সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। কিন্তু খলিস্তানপন্থী হিসেবে পরিচিত ভারতীয় বংশোদ্ভূত জগমিত সিংয়ের নেতৃত্বাধীন এনডিপি এবার চরমভাবে ব্যর্থ হয়েছে। ফলাফল ঘোষণার পরই দলীয় প্রধানের পদ থেকে ইস্তফা দেন জগমিত।
নতুন নেতা কার্নি ইতোমধ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রতিবেশী যুক্তরাষ্ট্রকে নিয়ে। এক বক্তব্যে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের দেশ, সম্পদ বা ভূমি দখল করতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের দুর্বল করে কিনে নিতে চান—কিন্তু কানাডা কখনো নতিস্বীকার করবে না।”
উল্লেখ্য, মাত্র তিন মাস আগেও কানাডার রাজনৈতিক দৃশ্যপট ছিল ভিন্ন। চাপের মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপর দলের দায়িত্ব পান মার্ক কার্নি, যিনি অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং জাতীয় স্বার্থ রক্ষার অঙ্গীকার করেছেন।
যুক্তরাষ্ট্রে ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর দু’দেশের সম্পর্কের টানাপোড়েন বেড়ে যায়। ট্রাম্প কানাডার পণ্যে চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন। সেই প্রেক্ষাপটে কার্নির অবস্থান কানাডীয়দের মধ্যে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।