Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের করুণ মৃত্যু

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জনের করুণ মৃত্যু

ছবি: ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার পূর্ব-পশ্চিম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

সোমবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। এটা সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৩৩ জন, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১টা ১০ মিনিটে। পূর্ব-পশ্চিম মহাসড়কের এক নির্জন ও জঙ্গলঘেরা অংশে একটি প্রাইভেট কারের সঙ্গে সুলতান ইদ্রিস শিক্ষা বিশ্ববিদ্যালয়ের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বিশ্ববিদ্যালয় বাসটি উল্টে যায় এবং প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। দৃশ্যটি এতটাই মর্মান্তিক ছিল যে, উদ্ধারকর্মীদের মতে দুর্ঘটনাস্থলটি ছিল ধ্বংসস্তূপে পরিণত।

জানা গেছে, বাসটিতে সুলতান ইদ্রিস শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা ছিলেন। তারা একটি শিক্ষামূলক সফর শেষে ফিরছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করেন।

মালয়েশিয়ার পূর্ব-পশ্চিম মহাসড়ক দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। দুর্গম, পাহাড়ি ও জঙ্গলঘেরা এই সড়কে অতীতেও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, রাতের বেলায় ভারী যান চলাচল, পর্যাপ্ত আলো ও সুরক্ষা ব্যবস্থা না থাকা এবং চালকদের ক্লান্তি এমন দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে।

এদিকে দুর্ঘটনার খবরে মালয়েশিয়ার শিক্ষা মহলে শোকের ছায়া নেমে এসেছে। সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে। একইসঙ্গে ঘটনার কারণ জানতে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই দুর্ঘটনা আবারও মালয়েশিয়ার সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা এর পেছনের কারণ খুঁজে বের করে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।