বিজনেসটুডে২৪ ডেস্ক: মালয়েশিয়ার ইস্কান্দার পুতেরিতে নিজের প্রেমিকের বিবাহিত পরিচয় জানার পর ক্ষোভে তার যৌনাঙ্গ কেটে দিয়েছেন এক বাংলাদেশি নারী। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইস্কান্দার পুতেরি পুলিশের প্রধান সহকারী পুলিশ কমিশনার এম. কুমারাসান জানান, বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটে এক মালয়েশিয়ান ব্যক্তি থানায় এসে ঘটনাটি রিপোর্ট করেন। তিনি জানান, তার পরিচিত এক ৩৩ বছর বয়সী বাংলাদেশি পুরুষ কাম্পুং লোকান, গেলাং পাতাহ এলাকায় নিজের প্রেমিকার হামলায় আহত হয়েছেন।
কুমারাসান বলেন, প্রেমিকার হাতে ওই পুরুষের যৌনাঙ্গ ও বাম হাতে গুরুতর আঘাত লাগে। পরে তাকে জোহর বারুর সুলতানা আমিনা হাসপাতালে (HSA) ভর্তি করা হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত ৩৪ বছর বয়সী বাংলাদেশি নারীকে একই দিন দুপুর ১২টা ১৫ মিনিটে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পূর্বে কোনো অপরাধের রেকর্ড নেই এবং মাদক পরীক্ষায়ও ফলাফল নেগেটিভ এসেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ২৯ সেন্টিমিটার লম্বা একটি ছুরি উদ্ধার করেছে।
সহকারী পুলিশ কমিশনার কুমারাসান জানান, ওই নারীকে আদালতের আদেশে ১৩ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের রিমান্ডে রাখা হয়েছে। মামলাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩২৬ ধারায় (গুরুতর আঘাতের অভিযোগ) এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।