Home আইন-আদালত সিঙ্গাপুরে ৮ অক্টোবর মালয়েশীয় সেলভামের মৃত্যুদণ্ড

সিঙ্গাপুরে ৮ অক্টোবর মালয়েশীয় সেলভামের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশীয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পান্নির সেলভাম প্রান্তামানকে আগামী ৮ অক্টোবর ফাঁসি কার্যকর করার তারিখ নির্ধারণ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। এর এক মাস আগে সিঙ্গাপুরের আপিল আদালত তার পোস্ট-আপিল আবেদন খারিজ করে দেয়।

শনিবার (৪ অক্টোবর) সকালে পান্নির পরিবারের হাতে মৃত্যুদণ্ড কার্যকরের নোটিশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের আইনজীবী এন. সুরেন্দ্রন। তিনি বলেন, “পরিবারকে ৭ অক্টোবর পর্যন্ত দিনে দুইবার সাক্ষাতের সুযোগ দেওয়া হবে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমরা পরে জানাবো।”

৩৮ বছর বয়সী পান্নির সেলভামকে ২০১৭ সালের ২ মে সিঙ্গাপুরের হাই কোর্ট অন্তত ৫১.৮৪ গ্রাম হেরোইন (ডায়ামরফিন) আমদানির দায়ে দোষী সাব্যস্ত করে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড দেয়।

এরপর ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি তার আপিল খারিজ করা হয় এবং পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে দাখিল করা প্রাণভিক্ষার আবেদনও প্রত্যাখ্যাত হয়।

তবে এর আগে দুই দফায় তার মৃত্যুদণ্ড স্থগিত হয়েছিল। প্রথমবার ২০১৯ সালের মে মাসে, clemency আবেদন খারিজ এবং প্রসিকিউশনের পক্ষ থেকে সহায়তার সার্টিফিকেট না দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে চাওয়ার কারণে স্থগিতাদেশ দেওয়া হয়। দ্বিতীয়বার স্থগিতাদেশ আসে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, পোস্ট-আপিল আবেদনের শুনানি চলাকালীন সময়ে। কিন্তু চলতি বছরের ৫ সেপ্টেম্বর আপিল আদালত সেই আবেদনও খারিজ করে দেয়।

যদি এই দণ্ড কার্যকর হয়, তবে এটি হবে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় কোনো মালয়েশীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর। গত ২৫ সেপ্টেম্বর মালয়েশীয় কে. দাচ্চিনামূর্তির ফাঁসি কার্যকর করা হয়। এর আগে চলতি বছরের জুলাই মাসে আরও দুইজন মালয়েশীয়কে মাদক-সম্পর্কিত অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করে সিঙ্গাপুর।