বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়া শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে প্রায় ১৫ ঘণ্টা পর সাভার থেকে উদ্ধার করেছে র্যাব।
ভাটারা থানা পুলিশ ও র্যাব-৪ জানিয়েছে, রোববার সকাল ৮টার দিকে মাহিরা তার বাসা থেকে বের হন পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরিবার তার পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিয়ে জানতে পারে, মাহিরা সেদিন পরীক্ষাকেন্দ্রে যাননি। এ ঘটনায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রাতেই তাকে সাভার এলাকা থেকে উদ্ধার করে র্যাব-৪।
র্যাবের ভাষ্য অনুযায়ী, মাহিরা দাবি করেন, বাসা থেকে বের হওয়ার পর পথে এক অচেনা নারীর খপ্পরে পড়েন তিনি। ওই নারী তার নাকে কিছু একটা ছোঁয়ালে মাহিরা জ্ঞান হারান।
এরপর তাকে সাভারের একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফেরার পর সেখানে তার পোশাক পরিবর্তন করতে বাধ্য করা হয়। এ সময় সুযোগ বুঝে মাহিরা দৌড়ে সেখান থেকে পালিয়ে আসেন।
পথে র্যাব-৪ এর একটি টহল গাড়ি দেখতে পেয়ে তিনি থামিয়ে ঘটনার বর্ণনা দেন। র্যাব সদস্যরা তখন তাকে উদ্ধার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে রাতেই মাহিরাকে স্বজনদের কাছে হস্তান্তর করে।
তবে মাহিরার দাবি যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় ভাটারা থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মাহিরা বর্তমানে পরিবারের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার শারীরিক ও মানসিক অবস্থার বিষয়েও পর্যবেক্ষণ করা হচ্ছে।