Home সারাদেশ রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা, এলাকায় শোক ও চাঞ্চল্য

রামগড়ে মা-মেয়েকে গলা কেটে হত্যা, এলাকায় শোক ও চাঞ্চল্য

মোঃ মাসুদ রানা, রামগড়: খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় বুধবার (২০ আগস্ট) গভীর রাতে এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, একই পরিবারের মা ও মেয়ের গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—আমেনা বেগম (৯৫) এবং তার মেয়ে রায়হানা আক্তার (৪৫)। নিহত আমেনার স্বামী মীর হোসেন দীর্ঘদিন ধরে মৃত। রায়হানার স্বামী মোস্তফা প্রবাসে অবস্থান করছেন।

পুলিশ ও প্রশাসনের তদন্ত

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার গভীর রাতেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার সময় বাড়িতে কেবল মা ও মেয়ে ছিলেন। বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশের বিশেষ ইউনিট তদন্তে নিয়োজিত রয়েছে।”

তিনি আরও বলেন, “এ সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিল না। তদন্তের জন্য আমরা ঘটনার স্থানটি সীলমোহর করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছে।”

স্থানীয়দের প্রতিক্রিয়া

নিহতের বাড়ির প্রতিবেশীরা জানিয়েছেন, “আমরা সকালে পুলিশের খবরের মাধ্যমে এই নৃশংস ঘটনার তথ্য পাই। পুরো এলাকা চাঞ্চল্যগ্রস্ত হয়ে গেছে। আমরা জানি না, কারা এমন নিষ্ঠুর কাজ করতে পারে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং তদন্তের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

রহস্য ও সম্ভাব্য কারণ

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত হতে পারে। তবে কি কারণে মা ও মেয়েকে হত্যা করা হলো এবং এতে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ নিহতদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এবং বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য যাচাই করছে।

রামগড় উপজেলায় এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক এবং শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।