বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৫৮০ (সাত হাজার পাঁচশত আশি) পিস ইয়াবাসহ দুই নারী বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)।
আটককৃতরা হলেন রোজিনা (৪০) এবং তার মেয়ে ফাহমিদা ইয়াসমিন (২০)। তারা কক্সবাজার থেকে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ BS-146 ফ্লাইটে ঢাকায় আসছিলেন।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে মা-মেয়ে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন।
তল্লাশিতে তাদের সঙ্গে থাকা দুইটি ট্রলি ব্যাগের হাতলের স্টিলের ভেতর থেকে ৫৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া রোজিনার শরীর তল্লাশি করে তার পরিহিত স্যালোয়ারের ভেতর থেকে ১৭৮০ পিস ইয়াবা পাওয়া গেছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন আরও জানায়, মা-মেয়ে দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, “বিমানযাত্রীদের ভেবে বিমানবন্দর ব্যবহার করে মাদক চোরাচালানের প্রবণতা সম্প্রতি বেড়েছে। আমরা বিমানবন্দর ব্যবহার করে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা তৎপর আছি।”